কিছুটা স্বস্তি! পরপর তিন দিন দেশে কমল দৈনিক সংক্রমণ, করোনা যুদ্ধে ভারতকে ১১০ কোটি টাকা সাহায্য টুইটারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নিউ দিল্লি, ১১ মে: একনাগাড়ে বেড়ে চলা সংক্রমণের পর এবার করোনার গ্রাফ দেশে কিছুটা নিম্নমুখী! পাশাপাশি, কমেছে মৃত্যুর সংখ্যাও। পরপর তিন দিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, মৃত্যুর সংখ্যাও চার হাজারের গন্ডি থেকে নেমে ৩ হাজার ৮৭৬-এ এসে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। দীর্ঘদিন বাদে দৈনিক সংক্রমণের হারকে ছাড়িয়ে গেছে দৈনিক সুস্থতার হার। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন। এখনও পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬ জন।

thebengalpost.in
ভারতের দিকে সাহায্যের হাত বাড়াল টুইটার :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ
thebengalpost.in
১৫ মিলিয়ন ডলার অর্থসাহায্য :

এদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল টুইটার। দেশের এই কঠিন সময়ে ভারতকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকা) সাহায্য করল জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট। এই প্রসঙ্গে, সংস্থার সিইও জ্যাক প্যাট্রিক ডোরসি সোমবার টুইট করে জানিয়েছেন যে, আর্থিক সাহায্যের পুরোটাই তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হবে। এক সংস্থাকে ১০ মিলিয়ন মার্কিন ডলার ও বাকি দুই সংস্থার প্রতিটিকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার করে দেওয়া হবে। জানা গিয়েছে, ঐ টাকা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর, বাই PAP, CPAP মেশিন কিনে তা সরকারি হাসপাতাল ও কোভিড-১৯ কেয়ার সেন্টার ও হাসপাতালগুলিতে বিতরণ করা হবে।

thebengalpost.in
সংক্রমণ কমছে দেশে :

আরও পড়ুন -   দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত প্রায় ৩৭,০০০