করোনায় সাময়িক স্বস্তি দেশজুড়ে! রাজ্যেও আক্রান্তের থেকে সুস্থ বেশি

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৩ মে: বেলাগাম সংক্রমণের পর দেশের করোনা গ্রাফ ক্রমশ নিম্নমুখী হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন এবং সার্বিক সচেতনতার পাশাপাশি টিকাকরণকেই এর প্রধান কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। এই মুহূর্তে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ১৯ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮৪ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে।

thebengalpost.in
দেশের করোনা পরিস্থিতি :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

এদিকে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ১৫৪ জনের। তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের চেয়ে বেড়েছে সুস্থতার হার। গত একদিনে কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৯ হাজার ২০২ জন।  স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জন।

thebengalpost.in
দেশের করোনা পরিস্থিতি :

আরও পড়ুন -   ফের কর্ণেলগোলা, মানিকপুর, শরৎপল্লী, সিপাই বাজার, হবিবপুর, নজরগঞ্জ সহ শহরে ২৭, খড়্গপুরেও ২৭, জেলায় ১৫২ জন সংক্রমিত