দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল:গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে “করোনা নেগেটিভ” রিপোর্ট অথবা ভ্যাকসিনের ২ টি ডোজ নেওয়ার রিপোর্ট দেখাতেই হবে। বুধবার এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই করোনা টেস্ট করানোর জন্য লম্বা লাইন জেলায় জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার প্রার্থী এবং তাঁদের কাউন্টিং এজেন্টরাও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) করানোর জন্য গতকাল থেকেই ভিড় জমাচ্ছেন স্বাস্থ্য দফতর নির্ধারিত কেন্দ্র গুলোতে। RT-PCR অথবা Rapid Antigen টেস্ট যেকোনো একটি করানোর কথা বলা হলেও, দ্রুত রিপোর্ট পাওয়ার জন্য সকলেই অ্যান্টিজেন টেস্টের দিকে ঝুঁকছেন। তবে, যারা ইতিমধ্যে ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই নেগেটিভ রিপোর্ট লাগবেনা। জেলার সাংবাদিকদের মধ্যে অনেকেই ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়। যারা নেননি তারাও র্যাপিড অ্যান্টিজেন করানোর জন্য ছোটাছুটি শুরু করেছেন। প্রসঙ্গত, আগামী রবিবার (২ মে) গণনা। তার ৪৮ ঘন্টা আগে এই সার্টিফিকেট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রে সংক্রমণ রুখতেই এই নির্দেশিকা। সমালোচকেরা বলছেন, মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার পরই এবার নড়েচড়ে বসেছে কমিশন।


Whatsapp Group এ

অন্যদিকে, মেদিনীপুর ও খড়্গপুরের বিজেপি প্রার্থী সহ জেলা নেতৃত্বদের এদিন দেখা গেল দুই শহরের প্রতিটি বাজারে বাজারে মাস্ক বিতরণ করতে। বুধবার এগিয়ে এসেছিলেন খড়্গপুর (সদর) এর বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরন)। তিনি সার্জিক্যাল মাস্ক তুলে দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিলেন, “দুটি করে মাস্ক পরুন। একটি কাপড়ের মাস্কের সঙ্গে একটি সার্জিক্যাল মাস্ক। আমরা আজ বাজারের ক্রেতা ও বিক্রেতাদের হাতে যতটা সম্ভব সার্জিক্যাল মাস্ক তুলে দিলাম।” গণনা কেন্দ্রে সংক্রমণ রুখতে নির্বাচন কমিশনের পদক্ষেপ’কেও তিনি স্বাগত জানিয়ে বলেছেন, “নির্বাচন কমিশনের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাউন্টিং এজেন্টদের করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছি।” অপরদিকে, বৃহস্পতিবার সকাল থেকে মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শমিত দাস সহ মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ মাস্ক বিতরণের মধ্য দিয়ে সচেতনতার বার্তা দিলেন। মেদিনীপুর শহরের কোতোয়ালী বাজার ও গেট বাজার এলাকায় এই কর্মসূচি সম্পন্ন করা হয়। এছাড়াও, মেদিনীপুর সদর হাসপাতালে গিয়েও মাস্ক বিতরণ করা হয় বিজেপির পূর্ব মণ্ডলের উদ্যোগে। উপস্থিত ছিলেন, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন তেওয়ারি, জেলা বিজেপির সাধারণ সম্পাদক ড. শংকর কুমার গুছাইত, জেলা বিজেপির সহ-সভাপতি শুভজিৎ রায়, মেদিনীপুর শহরের দুই মণ্ডল সভাপতি দেবাশীষ দাস ও সুব্রত খাড়া প্রমুখ। সৌমেন তেওয়ারি বলেন, “দেশজুড়ে চলা এই ভয়াবহ অতিমারীর পরিস্থিতিতে আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকুন।”












