রাজ্য থেকে ফিরেই করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৩ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সফরের পরই করোনায় আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবার টুইট করে নিজেই এ খবর জানিয়েছেন তিনি। শরীরে সামান্য উপসর্গ থাকায় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

thebengalpost.in
করোনা আক্রান্ত জে পি নাড্ডা :

বিজ্ঞাপন

পাশাপাশি তিনি টুইটে আরও লেখেন যে ,”করোনার প্রাথমিক উপসর্গ দেখার পর, আমি কোভিড টেস্ট করিয়েছিলাম। আজ রিপোর্ট পজেটিভ আসে,তবে আমি সুস্থ আছি। বাড়িতেই চিকিৎসকের পরামর্শে চলছি। আমার অনুরোধ গত কয়েক দিন যে বা যারা আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে করোনা টেস্ট করিয়ে নেবেন”। এই খবর সামনে আসার পরই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুগামীরা।

[ আরও পড়ুন -   কর্মী খুনের প্রতিবাদে মেদিনীপুর থেকে আগামীকাল ১২ ঘন্টা বনধের ঘোষণা করলেন দিলীপ ঘোষ ]