দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩১ অক্টোবর : লক্ষ্মী পুজোর রাতেই খড়্গপুরে সংঘর্ষ! সংঘর্ষের রেশ ছড়ালো হাসপাতালের ইমার্জেন্সি পর্যন্ত। চিকিৎসকদের সামনেই, ইমার্জেন্সির ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়ল দু’পক্ষ। পরে আহত অবস্থায় দু’পক্ষের ছয়জনকে ভর্তি করা হয় হাসপাতালে। তীব্র উত্তেজনা ছড়াল গোটা ঘটনায়।


Whatsapp Group এ


প্রসঙ্গত, লক্ষ্মীপুজোর রাতেই খড়্গপুরের ঝুলিতে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ে দুটি পরিবার। বউয়ের সঙ্গে স্বামীর ঝগড়া হয়, পরে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় স্বামী। মানতে পারেনি বউয়ের ভাইরা! জামাইবাবুর কাছে কৈফিয়ত চাইতে, জামাইবাবুর বাড়িতে পৌঁছয় তারা। পরে কথাকাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ! আহত অবস্থায় চারজনকে নিয়ে আসা হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। এরপর হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা চলার সময় হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ! দু পক্ষের ধাক্কাধাক্কিতে ইমার্জেন্সিতে থাকা মেডিক্যাল ইন্সট্রুমেন্ট মাটিতে পড়ে যায়। এরপর হাসপাতালের নিরাপত্তারক্ষীরা কোনোক্রমে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। হাসপাতালের ভেতরের মারামারির সময় আহত হয় আরও দু’জন। প্রত্যেককেই ভর্তি করা হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। ঘটনার পর তদন্তে নেমে ৩ জনকে আটক করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। পারিবারিক বিবাদের কারণ কী, তা খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা।











