সবংয়ের তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া’কে নোটিস পাঠাল সিবিআই

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১০ মার্চ: নির্বাচনের ঠিক আগে আইকোর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সবং এর তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে নোটিস পাঠাল সিবিআই। বুধবার তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি শীঘ্রই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর কাছ থেকে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে করছেন আধিকারিকরা।

thebengalpost.in
মানস রঞ্জন ভূঁইয়া :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   ক্ষতিকর প্লাস্টিক নয়, শসার খোসা থেকে পরিবেশবান্ধব মোড়ক! পথ দেখাচ্ছে খড়্গপুর আইআইটি ]

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রকাশ্যে আসা আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিওতে মানস ভুঁইয়া সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে দেখা গিয়েছে। এছাড়াও আইকোর কাণ্ডের জেরাতে অনেকেই মানস ভুঁইয়ার নাম নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এবার সরাসরি তাঁর সাথে কথা বলতে চায় সিবিআই।

[ আরও পড়ুন -   'শান্তিনিকেতন' সরগরম! CBI আধিকারিকদের প্রবেশের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ]