দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১২ মার্চ: গত ২৮ শে অক্টোবর ২০১৯ সালে মেদিনীপুর শহরের ধর্মাতে খুন হয়, রাজু নিমাই এবং দেবাঞ্জন দাস নামের ২০ বছর বয়সী দুই যুবক। শহরের বটতলা চক এলাকার বাসিন্দা ছিলেন এই দুই যুবক। তারপর কেটে গেছে প্রায় ৫০০ দিন। এখনো এই ঘটনায় অভিযুক্ত ১২ জন গ্রেফতার হয়নি বলে দাবি এলাকাবাসীর! তাই, এবার আসন্ন বিধানসভা নির্বাচনে ‘ভোট বয়কট’ এর ডাক দিলেন আন্দোলনকারীরা।


Whatsapp Group এ
তাঁদের অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারণে, অভিযুক্তরা ধরা পড়েনি বলে অভিযোগ। কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বা কোন রাজনৈতিক দলের হয়ে নয়, ব্যক্তিগত ভাবে তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ দেখালেন শহরের নিমতলা চকে।










