দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী, ৩১ জানুয়ারি: বদলাচ্ছে দুনিয়া। বদলে যাচ্ছে জঙ্গলমহলও। তাই, পুরাণ অনুযায়ী অপেক্ষাকৃত অনভিজাত সম্প্রদায়ের দেবী মনসার আরাধনাকারীরাও নিজেদের চেনা বৃত্তের বাইরে বেরিয়ে, বৃহত্তর মানব সমাজের স্বার্থে অঙ্গীকার বদ্ধ হল। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী মনসামাতা ঠাকুরানী মন্দির সেবা সমিতির পরিচালনায় অনুষ্ঠিত ‘রক্তদান শিবির’ আজ সেই বার্তাই দিল।

শালবনীর এই মনসা পুজো কমিটি’র পরিচালনায় আজ (রবিবার), মনসা মন্দির প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তের সঙ্কট দূরীকরণে, এই কমিটির উদ্যোগে এবারই প্রথমবার আয়োজিত হল মহতী রক্তদান শিবির। এই রক্তদান শিবির উপলক্ষে গ্রামের মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মোট ৬০ জন রক্তদাতার মধ্যে ১৫ জনই মহিলা। পিছিয়ে পড়া এই এলাকার প্রেক্ষাপটে, যে তথ্য নিঃসন্দেহে সাড়া জাগানো!

রক্তদান শিবিরের উদ্বোধনে এসে সে কথাই স্মরণ করিয়ে দিলেন, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) সঞ্জয় মালাকার। উপস্থিত ছিলেন, সহকারী সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি কোনার, শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস, ডাঃ মলয় রানা, সমাজকর্মী নুতন ঘোষ, শিক্ষক আভাষ তেওয়ারি প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, “সকলের সহযোগিতায়, বিশেষত শ্যাম খামরই, অমরেন্দ্র কোলে প্রমুখদের আন্তরিক উৎসাহদানে এই মহতী উদ্যোগ সাফল্যমন্ডিত হয়েছে।”








