অতিমারীর মধ্যেই রক্তের আকাল মেটাতে এগিয়ে এলেন ঘাটালের একদল যুবক-যুবতী

সায়ক পন্ডা, ঘাটাল, ৬ মে: “যদি হই রক্তদাতা, জয় করব মানবতা” এই স্লোগানকে সামনে রেখেই অতিমারীর আবহে প্রায় “শূন্য” থাকা ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা কিছুটা পূরণের আশায় এবং ঘাটাল শহর জুড়ে রক্তদানের বিষয়ে সকলকে অবগত করতে এগিয়ে এলেন একদল যুবক যুবতী। মুমূর্ষু রোগীদের রক্তদানের মাধ্যমে জীবনদানের মহতী উদ্দেশ্যে তাঁরা সবাই একজোট হয়ে কাজে নেমেছেন। পাশাপাশি তাঁদের পরিচালনায় সংগঠিত হল রক্তদান শিবিরও। গত বুধবার “ব্লাডমেটস” এবং ঘাটালের স্থানীয় সংস্থা “ব্লাডজোন” এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।

thebengalpost.in
অতিমারী-আবহে রক্তের আকাল মেটাতে এগিয়ে এলেন ঘাটালের একদল যুবক-যুবতী :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

ঘাটালের ভারত সেবাশ্রম সংঘে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত চলা এই শিবিরে রক্ত দেন মোট ৫২ জন। তাঁদের মধ্যে ছিলেন ৬ জন মহিলাও। অদৃশ্য মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রক্তদান চলাকালীন নেওয়া হয় সমস্ত রকম সতর্কতা। ঘাটালের বিভিন্ন অঞ্চল থেকে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে আসেন রক্তদাতারা। রক্তদানের “প্রতীক” হিসেবে সমস্ত রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় চারাগাছও। এই পুরো কর্মযজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ঘাটাল মহকুমা হাসপাতাল এবং ব্লাড ব্যাঙ্ক। এই প্রসঙ্গে সংস্থার এক সক্রিয় সদস্য শুভদীপ সামন্ত জানিয়েছেন যে, “করোনাকালে প্রায় প্রতিটি হাসপাতালেই রক্তের ভাঁড়ার এখন শূন্য, যেই কারণে রক্ত পেতে বেগ পেতে হচ্ছে রোগীর আত্মীয়দের। সেই চাহিদাই কিছুটা পূরণের লক্ষ্যে এবং মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন।” এদিকে, এই কঠিন সময়ে ঘাটালের ইয়ং জেনারেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীও। ভবিষ্যতেও এমন শিবিরের মাধ্যমে “রক্তের সম্পর্ক” গড়ে তুলতে আগ্রহী সৌম্য-শিউলি-সংযুক্তা-স্বর্ণালীরা।

thebengalpost.in
উপহার চারাগাছ :

আরও পড়ুন -   বিধানসভা নির্বাচনের মুখেই একসঙ্গে ৮ বিডিও বদলি পশ্চিম মেদিনীপুরে