উৎকন্ঠার অবসান! মেদিনীপুরে বিজেপি প্রার্থী শমিত দাস, খড়্গপুর গ্রামীণে তপন ভূঁইয়া, ডেবরায় ভারতী, শালবনীতে রাজীব, নারায়ণগড়ে রমাপ্রসাদ, সবংয়ে অমূল্য

thebengalpost.in
শমিত দাস :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৬ মার্চ: উৎকন্ঠার অবসান! বিজেপির দিল্লি সদর দফতর থেকে প্রথম দুই দফার প্রার্থী ঘোষণা করা হল। ৫৭ জনের নাম ঘোষণা করা হল। মেদিনীপুরে বিজেপি প্রার্থী হলেন জেলা সভাপতি শমিত দাস, খড়্গপুর গ্রামীণে তপন ভূঁইয়া, শালবনীতে রাজীব কুন্ডু, গড়বেতায় মদন রুইদাস প্রার্থী হলেন।

thebengalpost.in
শমিত দাস :

[ আরও পড়ুন -   ভরদুপুরে ভয়াবহ আক্রমণ! যৌনপল্লীতে ঢুকে যৌনকর্মী'কে ভোজালির কোপ পশ্চিম মেদিনীপুরের এই এলাকায় ]

নন্দীগ্রামে প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী এবং ময়নায় প্রার্থী হলেন অশোক দিন্ডা। ডেবরায় প্রার্থী হলেন ভারতী ঘোষ। সবংয়ে প্রার্থী হলেন অমূল্য মাইতি। চন্দ্রকোনায় প্রার্থী হলেন শিবরাম দাস এবং নারায়ণগড়ে প্রার্থী হলেন রমাপ্রসাদ গিরি। ঝাড়গ্রামে প্রার্থী হলেন বিজেপি জেলা সভাপতি সুখময় সতপথি।
উল্লেখ্য যে, খড়্গপুর সদর আসনটি ফাঁকা রাখা হয়েছে। ওই আসনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাঁড়াতে পারেন।‌ খড়্গপুর গ্রামীণের প্রার্থী তপন ভূঁইয়া।

[ আরও পড়ুন -   কাঁথি কোনও 'পরিবার' এর জমিদারি নয়! নাম না করে অধিকারীদের খোঁচা সৌগত রায়ের ]