ভোট বড় বালাই! পিড়াকাটায় রান্না আর মেদিনীপুরে চা করলেন জুন, খড়্গপুরে এঁটো পাতা কুড়োলেন হিরন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: এইজন্যই বলে, ভোট বড় বালাই! ‘বিধানসভা ভবনে’ পৌঁছনোর পথ পরিষ্কার করতে প্রার্থীরা এখন সবকিছুই করতে প্রস্তুত। ভোটের পর এলাকায় দেখা যাক বা না যাক, ভোটের আগে জনগণের মন জয় করতে তাই রান্না করা থেকে বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া থেকে এঁটো পাতা তুলে দেওয়া, সবকিছুই সই! বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, পশ্চিম মেদিনীপুরে আজ সেরকম কিছু দৃশ্যই চোখে পড়ল! মেদিনীপুর বিধানসভার তারকা তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া, প্রথম দিন থেকেই ঘরের মেয়ে হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। কিন্তু, আজ তাঁর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গলমহল পিড়াকাটা এলাকায়, একেবারে হেঁসেলে (বিকাশ সেনাপতির বাড়িতে) ঢুকে পড়লেন। হাত লাগালেন ভেন্ডি-আলু পোস্ত রান্নায়! এক নিমেষেই জঙ্গলমহল বাসীর মন জিতে নিলেন জুন। এদিন পিড়াকাটায় কর্মীসভার আগে, বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী জুন মালিয়া আট থেকে আশি সবার মন জয় করলেন, তাঁর আন্তরিক ব্যবহারে। আপাতত মন জিতেই জঙ্গলমহল থেকে ফের শহর মেদিনীপুরে রওনা দেন জুন। সেখানে পৌঁছে, সন্ধ্যায় গান্ধী মোড়ের বিখ্যাত শম্ভুদার চা দোকানে চা করে খদ্দেরদের পরিবেশন করলেন জুন। আপ্লুত সকলেই। আর মুখে গদগদ হাসি স্বভাব গম্ভীর শম্ভুদারও!

thebengalpost.in
জঙ্গলমহলবাসীর মন জিতলেন জুন :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

অন্যদিকে, খড়্গপুর সদর বিধানসভা আসনে বিজেপি’র তারকা প্রার্থী হিরন চট্টোপাধ্যায়’ও ‘মাটির মানুষ’ হয়ে উঠতে কার্পণ্য করলেন না! নিজেকে ঘরের ছেলে প্রমাণ করতে তাই কর্মীদের এঁটো পাত কুড়ালেন হিরন্ময়। খড়্গপুরের মালঞ্চা’তে আজ তাঁর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময়, যে কর্মীরা ছিলেন, তাঁদের খাওয়ানো থেকে খাওয়ার পর এঁটো পাতা কুড়োনো, সবকিছুই করলেন তারকা প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। উল্লেখ্য যে, তাঁকে বহিরাগত প্রার্থী হিসেবে অনেকেই চিহ্নিত করতে চেয়েছেন! সমালোচকদেরও আজ জবাব দিয়েছেন হিরন। তিনি বললেন, “জন্মভূমি নয় তো কি হয়েছে, আজ থেকে খড়্গপুর আমার রাজনৈতিক কর্মভূমি।” খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা এলাকার বর্তমান সাংসদ দিলীপ ঘোষ’কে সঙ্গে নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলেন হিরন এবং তাঁর সমালোচকদেরও এভাবেই জবাব দিলেন।

thebengalpost.in
সহকর্মীদের এঁটো পাতা কুড়োলেন হিরন :

আরও পড়ুন -   ভয়াবহ হারে সংক্রমণ বৃদ্ধি, "সরকার ভগবান নয়" একসাথে লড়ার আর্জি মমতার, অফিসে কমল হাজিরা সংখ্যা