দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মে: বেআইনিভাবে রেশন সামগ্রী মজুত করার অপরাধে পুলিশের জালে দুই দালাল! মেশিনে গম পেষাই করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়লেন দুই ব্যক্তি মহেশ গুপ্তা ও রমেশ রাও। দু’জনেরই বাড়ি খড়্গপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খরিদা এলাকায়। শনিবার মহেশের গোডাউন থেকে রমেশ তার পিকাপ ভ্যানে করে গম পেশাই করতে নিয়ে গিয়েছিল। আর গোপন সূত্রে খবর পেয়েই পাকড়াও করে পুলিশ। খড়্গপুর মহকুমা প্রশাসক অজমল হোসেন জানিয়েছেন, “অন্ত্যোদয় যোজনার গম, চাল এবং আটা বে-আইনিভাবে বাজারে বিক্রি করার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি এও জানিয়েছেন, “দু’জনকে নিয়ে গিয়ে তাদের গোডাউনে তল্লাশি চালিয়ে প্রচুর সংখ্যক মাল উদ্ধার করা হয়েছে।”

Whatsapp Group এ

ফুড ইন্সপেক্টর সৌম্য চ্যাটার্জি, মহকুমা শাসক আজমল হোসেন ও মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর টাউন থানার পুলিশ গিয়ে ওই গোডাউনটিকে সিল করে দিয়েছে। সরকারি রেশন দ্রব্য কালোবাজারি আইনে (Essential Commodities Act) গ্রেপ্তার করা হয়েছে দু’জনকেই। পুলিশ এই দু’জনকে জেরা করে জানার চেষ্টা করছে, কোন কোন রেশন ডিস্ট্রিবিউটর বা ডিলারের কাছ থেকে এভাবে ব্ল্যাকে মাল কিনে বাইরে বিক্রি করছিল তারা! গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
