দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন সবংয়ের বিজেপি (BJP) প্রার্থী অমূল্য মাইতি (Amulya Maity)। আজ পশ্চিমবঙ্গ সরকারের বিভাগীয় কমিশনারের অফিসে উপস্থিত হয়ে, পদত্যাগ পত্র জমা দেন অমূল্য বাবু। প্রসঙ্গত, অমূল্য মাইতি বিজেপিতে যোগদান করার পর তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করা হয় এবং জেলা পরিষদের সদস্য পদ বাতিল করার আবেদন জানানো হয়, শাসকদল তৃণমূলের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল দলনেতা আব্দুল হামিদ কাজী এই মামলা করেছিলেন। এরপর, বিজেপির তরফে অমূল্য মাইতি’কেই সবংয়ের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। তাই, সম্পূর্ণ নৈতিক কারণেই আজ মেদিনীপুরের বিভাগীয় কমিশনার ড. এ. সুবাইয়ার (Dr. A Subbiah) কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিলেন বলে জানিয়েছেন অমূল্য বাবু।


পদত্যাগপত্র জমা দিতে এসেও সবংয়ে তৃণমূলের প্রার্থী তথা তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মানস রঞ্জন ভূঁইয়া’কে আক্রমণ করতে ছাড়েননি অমূল্য মাইতি। তিনি বলেন, “সবংয়ের ওই কাগুজে বাঘ একজন নীতি-নৈতিকতা হীন দুর্নীতিগ্রস্ত মানুষ। নিজে রাজ্যসভার সাংসদ হয়েও নিজের স্ত্রী’কে বিধায়ক করার জন্য দলনেত্রীর পায়ে পড়েছিলেন। আবার, এই কাগুজে বাঘই, ২০১৬ বিধানসভার আগে সবংয়ের মাটিতে সিপিআইএমের সূর্যকান্ত মিশ্র’কে জড়িয়ে ধরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে কটাক্ষ করেছিলেন। আর আমি গত দুই টার্মে কর্মাধ্যক্ষ হিসেবে সবং সহ সারা জেলায় নিজের কাজের বিনিময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছি।” সবংয়ের মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করবে বলে তিনি আত্মবিশ্বাসী। একইসঙ্গে তিনি এও জানিয়ে দিলেন, বিজেপির কিছু পুরানো নেতা-কর্মীদের যে ক্ষোভ-অভিমান ছিল, তা সম্পূর্ণ প্রশমিত হয়েছে এবং সকলে ঐক্যবদ্ধ ভাবে মানস ভূঁইয়া’র বিরুদ্ধে লড়াই করবেন।

Whatsapp Group এ








