মন্ত্রী হয়েই সবংবাসীকে অক্সিজেন পরিষেবা যুক্ত “সেফ হোম” উপহার দিলেন মানস ভূঁইয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: সদ্য গঠিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন সবংয়ের ‘ভূমিপুত্র’ ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া। আর, তারপরই করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন তিনি। সবং ও তার পার্শ্ববর্তী এলাকার করোনা আক্রান্তদের যাতে মেদিনীপুর বা শালবনীতে ছুটতে না হয়, সেজন্যই উদ্যোগী হয়েছিলেন মানস! তাঁর উদ্যোগ আজ (রবিবার) সার্থকতা পেল। সবংয়ের দশগ্রাম গ্রামীণ হাসপাতালকে কেন্দ্র করে একটি ২০ শয্যার অত্যাধুনিক ও অক্সিজেন পরিষেবা যুক্ত সেফ হোম উদ্বোধিত হল আজ। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, খড়্গপুরের মহাকুমাশাসক আজমল হোসেন, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া, বিডিও তুহিন শুভ্র মহান্তি, SDPO দীপাঞ্জন ভট্টাচার্য এবং BMOH সুভাষ কাণ্ডার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

thebengalpost.in
মন্ত্রী হয়েই সবংবাসীকে অক্সিজেন পরিষেবা যুক্ত “সেফ হোম” উপহার দিলেন মানস ভূঁইয়া :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত উল্লেখ্য, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই করোনা মোকাবিলায় এলাকার অক্সিজেন পরিষেবা থেকে শুরু করে নানা সচেতনতা মূলক কর্মসূচির সাথে সাথে, একটি “সেফ হোম” চালু করাকেই “পাখির চোখ” করেছিলেন মানস রঞ্জন ভূঁইয়া। এই বিষয়ে তিনি স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানিয়েছিলেন। তাঁর সেই আবেদন মঞ্জুর করা হয় সম্প্রতি। গত শুক্রবার জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী সহ স্বাস্থ্য কর্তারা গিয়ে চূড়ান্তভাবে সেফ হোমের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে আসেন। আর, আজ (রবিবার) তা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে উদ্বোধন হল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল বললেন, “এখানে ২০ শয্যার অক্সিজেন পরিষেবা যুক্ত সেফ হোম পরিষেবার উদ্বোধন করা হল। শনিবার গোয়ালতোড়েও একটি সেফ হোমের উদ্বোধন করা হয়েছে। ডেবরাতেও করোনা হাসপাতাল তৈরির কাজ দ্রুততার সঙ্গে চলছে।” অপরদিকে, ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া জানালেন, “করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন কারণে তখন হয়নি। কিন্তু, দ্বিতীয় ঢেউ আরও মারাত্নক হয়ে ওঠায়, এবার এখানে সেফ হোম করার বিষয়ে আরও আন্তরিক ভাবে উদ্যোগ নিয়েছিলাম আমরা। কারণ, শালবনী, মেদিনীপুর এখান থেকে অনেক দূর, ডেবরা সেফ হোমেও সবসময় পর্যাপ্ত শয্যা পাওয়া যাচ্ছিলনা! তাই, বেড়ে চলা করোনা পরিস্থিতিতে সবংয়ের মধ্যেই একটি অক্সিজেন পরিষেবা যুক্ত সেফ হোম শুরু করার প্রস্তাব দিয়েছিলাম। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। আপাতত ২০ শয্যার উন্নত সেফ হোম হিসেবে পথচলা শুরু করছে। তবে, ১০ টি HDU বেড করার বিষয়ে আমরা আবেদন জানিয়েছি, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে।”

thebengalpost.in
মন্ত্রী হয়েই সবংবাসীকে অক্সিজেন পরিষেবা যুক্ত “সেফ হোম” উপহার দিলেন মানস ভূঁইয়া :

আরও পড়ুন -   আগামীকাল থেকে পরিবহন কর্মী-হকারদের টিকা দেবে পশ্চিম মেদিনীপুর, জেলার ৪৯৬ টি কোভিড শয্যায় চিকিৎসাধীন ৩১৯ জন