দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক হিংসার কেন্দ্রবিন্দু কেশপুর। আগামী ১ লা এপ্রিল এই এলাকায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগেই বিজেপি কর্মীর বাড়ি ভাংচুর সহ এলাকায় বোমাবাজির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়াল কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের কুলবহড়া গ্রামে। বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হলেও শাসকদলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।


Whatsapp Group এ
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এলাকায় তাণ্ডব চালায়। ভাঙচুর করা হয় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে। পাশাপাশি, এলাকায় বোমাবাজি ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়! পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে কেশপুর থানার বিশাল পুলিশবাহিনী।










