Advertisement

সুখবর! সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঘাটালের ১৩ নং ওয়ার্ডের করোনা আক্রান্ত অ্যাম্বুলেন্স চালক

সায়ক পন্ডা ও মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ মে :


পশ্চিম মেদিনীপুর বাসীর জন্য আরেকটি সুখবর! আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের বড়মা হাসপাতাল (বর্তমানে, করোনা হাসপাতাল লেভেল ৩) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের অ্যাম্বুলেন্স চালক।


Advertisement


গত ২৩ শে এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলার, ঘাটাল পৌরসভার অন্তর্গত ১৩ নং ওয়ার্ডের মহাপাত্র পাড়ার বাসিন্দা, পেশায় অ্যাম্বুলেন্স চালক। ভর্তি ছিলেন, করোনা হাসপাতাল (লেভেল ৩) 'বড়মা' তে। মঙ্গলবার সন্ধ্যায়, সুস্থ হয়ে তিনি ঘাটালে, ১৩ নং ওয়ার্ডে নিজের বাড়িতে ফিরলেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা ধন্যবাদ জানিয়েছেন, বড়মা সিরোনা হাসপাতাল (বর্তমানে, করোনা হাসপাতাল লেভেল ৩) কর্তৃপক্ষকে।আপাতত, ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে উল্লেখ্য, ঘাটালের এই অ্যাম্বুলেন্স চালকের সুস্থতার পর, জেলার আর একজন মাত্র করোনা আক্রান্ত (সর্বশেষ আক্রান্ত আরপিএফ কর্মী)ই চিকিৎসাধীন থাকলেন।

Advertisement

Advertisement

Advertisement

আরও আকর্ষণীয় খবরের আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল সাইট গুলিতে

অথবা আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান

আমাদের চ্যানেলে আপনার যে কোনোরকম বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন নিচের নম্বরগুলিতে
৯৭৩২২২৯০৩১ / ৮২৫০৪২৪৪২৯