Advertisement
মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৩০ এপ্রিল :

অরেঞ্জ জোন পশ্চিম মেদিনীপুর জেলায় নূতন করে একজন করোনা আক্রান্ত হলেন! খড়্গপুরের এক রেলরক্ষী বা আরপিএফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। জানা গেল জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
Advertisement

ওই রেলরক্ষীকে রাখা হয়েছিল, খড়্গপুরের ওল্ড টিবি হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে। রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁকে, রেলের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে, রেলরক্ষীর চিকিৎসা কোন করোনা হাসপাতালে করা হবে, তা নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই সিদ্ধান্ত রেল নেবে বলেই জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিপূর্বে ছ'জন আর.পি.এফ করোনা আক্রান্ত হয়েছিলেন ।
Advertisement
Advertisement