Advertisement
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২১ এপ্রিল :

পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম করোনা আক্রান্ত দাসপুরের নিজামপুরের যুবক গণেশ চন্দ্র জানা গত ১২ এপ্রিল বেলেঘাটা আইডি' থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার ঠিক এক সপ্তাহ পর, গতকাল (২০ এপ্রিল), তাঁর বাবাও সুস্থ হয়ে ফিরলেন। যুবকের স্ত্রী এখনো বেলেঘাটা আইডি'তে চিকিৎসাধীন। তবে, জেলা স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তিনিও সুস্থ হয়ে ওঠার পথে। এ প্রসঙ্গে উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের, নন্দনপুর-১ গ্রাম পঞ্চায়েতের নিজামপুর গ্রামের এই একই পরিবারের তিনজনই জেলার প্রথম করোনা আক্রান্ত। যার মধ্যে দু'জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং তৃতীয়জনও সুস্থ হয়ে ওঠার পথে। জেলাবাসীর কাছে এই খবর নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক! তবে, দাঁতন-২ ব্লকের সাউরী'র অবসরপ্রাপ্ত শিক্ষক বলরাম সামন্ত এখনো ভুবনেশ্বর কিমসে (করোনা সেন্টার) চিকিৎসাধীন থাকলেও, জেলা সূত্রে তাঁর সর্বশেষ খবর পাওয়া যায়নি! দ্য বেঙ্গল পোস্টের তরফে কিমসের সাথে যোগাযোগ করা হলেও, কোভিড বিভাগের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি!

ফাইল ছবি
অপরদিকে, গতকালই মেদিনীপুর শহরের দুই করোনা হাসপাতাল (আয়ুশ ও গ্লোকাল) পরিদর্শন করেন, হু (World Health Organization)'র পশ্চিম মেদিনীপুর জেলার পরিদর্শক শুভদীপ ভূঁইয়া। জেলা স্বাস্থ্য ভবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও, উভয়পক্ষই সংবাদমাধ্যমের সামনে বিশদে মুখ খুলতে চাননি! তবে, পরিকাঠামো গত কোনো সমস্যা নেই বলেই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।