থানার অদূরেই যুবকের মৃতদেহ উদ্ধার! ভোট পরবর্তী হিংসার বলি এক বিজেপি কর্মী, বাগদার গুলিকাণ্ডে গ্রেফতার ৫

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, উত্তর ২৪ পরগণা, ২৩ এপ্রিল: আজ সকালে উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ভাটপাড়া থানার কাছেই গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক (আগ্নেয়াস্ত্র)। স্থানীয় সূত্রে খবর পেয়ে, পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতী মূলক অভিযোগ রয়েছে। একবার গ্রেফতারও হয়েছে। এদিকে, ওই যুবককে খুনের অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনায় রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

thebengalpost.in
ভাটপাড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

অপরদিকে, উত্তর ২৪ পরগণার বাগদায় গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। গতকাল, নির্বাচন চলাকালীন পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই দুষ্কৃতীদের। গতকাল আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড (পুলিশের বক্তব্য ৩ রাউন্ড) গুলি চালিয়েছিল বলে অভিযোগ। উভয়পক্ষের হামলায় আহত হয়েছিলেন ওসি উৎপল সাহা ও তাঁর নিরাপত্তারক্ষী। দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীরাও গুলি চালিয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে! মৃত যুবকের নাম কিরাঞ্জন ঘোষ (৩২)। বাড়ি আলিনগরে বলে জানা গেছে। পরিবারের দাবি, বিজেপি করত বলেই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আলিনগর এলাকায় নিজের বাড়ির কাছেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। দলীয় কর্মীকে খুনের অভিযোগ করেছে বিজেপিও। তদন্তে নেমেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

আরও পড়ুন -   শালবনীর খোকা সিং খুনে অসম থেকে গ্রেপ্তার অন্যতম প্রধান অভিযুক্ত রাজকুমার, জাল গোটাচ্ছে পুলিশ