গণনার আগের দিনই রাজ্যপালের আহ্বানে রাজভবনে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী, জল্পনার আগুনে নতুন করে ঘৃতাহুতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ মে : রাজ্যপাল জগদীপ ধনখড়ের আহ্বানে রাজভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এলেন মিঠুন চক্রবর্তী। সেটাও আবার গণনার ঠিক আগের দিনই। ব্যাস! শুরু হয়ে গেল নতুন জল্পনা। জল্পনাটা অবশ্য নতুন নয়, তবে তা নতুন করে ফের একবার জ্বলে উঠলো! বিজেপি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলে তবে কি বাংলার আরেক দাদা মহাগুরু মিঠুন চক্রবর্তী’ই মুখ্যমন্ত্রী হচ্ছেন? জল্পনার এই আগুনেই নতুন করে ঘৃতাহুতি পড়ল শনিবার। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তোলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই জল্পনা ছড়ায় যে, বাংলায় বিজেপি’র মুখ হতে পারেন মিঠুন। এই জল্পনার আবহে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় ভোটার হিসেবে নাম তোলেন মিঠুন। যার জেরে জল্পনা আরও জল-হাওয়া পায়। কিন্তু, বিজেপি’র প্রার্থী তালিকায় মিঠুনের নাম না থাকায়, সেই জল্পনায় ইতি পড়ে! যদিও, মিঠুন নিজেই ঘোষণা করেছিলেন, তিনি সারা রাজ্য জুড়ে প্রচার চালাবেন। আর, সত্যি সত্যিই একের পর এক রোড শো আর জনসভা’তে ঝড় তুলেছেন মিঠুন।

thebengalpost.in
মিঠুন চক্রবর্তী ও জগদীপ ধনখড়ের সাক্ষাৎ :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

অন্যদিকে, ভোট দেওয়ার পর মিঠুন বলেছিলেন, “ভালোভাবে ভোট দিন। এটাই আমাদের গণতন্ত্র। এত সুন্দর, শান্তিপূর্ণ ভোট আগে দেখিনি। খুব খশি আমি।” তারপর থেকে অবশ্য তাঁকে নিয়ে আর জল্পনা সৃষ্টি হয়নি। বরং, বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত দের নিয়ে জল্পনা চলছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল শুভেন্দু অধিকারী’কে নিয়েও। তবে, ফল ঘোষণার আগের দিনই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে‌ ফের সেই জল্পনার আগুন জ্বলে উঠলো!

আরও পড়ুন -   ব্রিগেডে থাকছেন না খড়্গপুরের মুনমুন দা, তবে থাকছেন বাংলার মিঠুন দা, একাধিক চমকের অপেক্ষায় জনতা