ঝোড়ো হাফসেঞ্চুরি’র পরদিনই সলিড ডিফেন্স মেদিনীপুরের, সংক্রমিত মাত্র ১৮, চালিয়ে খেলে খড়্গপুর ৬৩

After half century solid defense of Midnapore corona innings, more corona infection in kharagpur

thebengalpost.in
সংক্রমণ কিছুটা কমে গত দু'দিনে ৫০ জন মেদিনীপুরে :

দ্য বেঙ্গল পোস্ট, মেদিনীপুর ও খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের রবিবার রাতের রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলায় সংক্রমণের তীব্রতা কমল কিছুটা! গতকাল (১৩ সেপ্টেম্বর) জেলায় মোট করোনা সংক্রমিত হয়েছেন ১২০ জন (আরটি-পিসিআর এবং অ্যান্টিজেন মিলিয়ে)। এর মধ্যে, জেলা সদর মেদিনীপুরের ১৮ জন! শনিবারের ঝোড়ো হাফসেঞ্চুরির (৫৪) পর, রবিবার সলিড ডিফেন্স মেদিনীপুরের, মনে করছেন মেদিনীপুরবাসী। এই রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর শহরের মির্জাবাজারে এক অশীতিপর প্রৌঢ়ের (৯০) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়। আবাসে একই পরিবারের ৩ জন (প্রৌঢ়-৫৫, যুবক-২৮, যুবতী-২৬) সহ ওই এলাকার আরো এক যুবক (১৬) সংক্রমিত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। শহরের উপকণ্ঠে, বরিশালকলোনীতে এক যুবকের (২৭) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে রবিবার। এদিকে, মেদিনীপুর সদর ব্লকের মুন্সিপাটনা এলাকায় একই পরিবারের এক মহিলা (৪৫) ও দুই যুবক (২৩ ও ২০) সহ মোট ৩ কোভিড আক্রান্ত হয়েছেন। এছাড়াও, শহর ও শহরতলিতে মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়।

thebengalpost.in
মেদিনীপুর শহরে সংক্রমিত ১৮ :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

এদিকে, ফের চালিয়ে খেলে রেলশহর খড়্গপুর একদিনে ৬৩ জন সংক্রমিত হওয়ার রেকর্ড গড়লো। মোট আক্রান্ত ১২০ জনের মধ্যে, রেলশহরেই ৬৩ জনের (অ্যন্টিজেন ও আরটি-পিসিআর) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে, অ্যন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হয়েছেন ৭জন। খড়্গপুরের ইন্দার ১ জন (যুবক-২৪), খরিদা বাজারের ১জন (মহিলা-৪০), নিউ সেটেলমেন্ট এলাকার ১জন (পুরুষ-৪৩), নিমপুরা আরামবাটি এলাকার ১জন (বৃদ্ধ-৬৫), মালঞ্চা রোড সংলগ্ন এলাকার ১ জন (পুরুষ-৪০) সহ সুভাষপল্লীর ১ জন (প্রৌঢ়-৫৪) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও, খড়্গপুর IIT ক্যাম্পাসের এক প্রৌঢ়ের (৫৪) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

thebengalpost.in
খড়্গপুর রেল হাসপাতাল :

অন্যদিকে, খড়্গপুরে আরটি-পিসিআরের রিপোর্ট (১৩ সেপ্টেম্বরের) অনুযায়ী মোট ৫৬ জন করোনা আক্রান্তের হদিশ মেলে। খড়্গপুর লোকালের লক্ষ্মীচক (যুবক-২৫), ডিগরা (কিশোরী-১৩), কাজলা (যুবক-২৬), পপরআড়া এলাকায় একই পরিবারের ৫ জন (বৃদ্ধ-৭০, বৃদ্ধা-৬৫, মহিলা-৩৬, যুবক-২০, মহিলা-৩২) , মাওয়া (বৃদ্ধা-৭০), কৃষ্ণনগরের শিবতলা মন্দির সংলগ্ন এলাকায় ১ জন এবং জকপুরের ১জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। রেলশহরের ৯ নং ওয়ার্ডের মথুরাকাটি সংলগ্ন কুমোরপাড়া এলাকায় একই পরিবারের দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় । ভবানীপুরে একই পরিবারের তিনজনের (মহিলা-৫২, মহিলা-৪১, কিশোরী -১১, যুবক-২২) করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও ওই এলাকায় এক যুবক (২৯) করোনায় আক্র‍ান্ত হয়েছেন বলে জানা যায়। মালঞ্চার ১১নম্বর ওয়ার্ডে (রাখাজঙ্গল) এক যুবক (৩৫) সহ নিমপুরার রবীন্দ্র পার্ক এলাকায় মোট ২ জন সংক্রমিত হয়েছেন। খড়্গপুরের ২৮ নং ওয়ার্ডের এক স্থানীয় ওষুধ দোকানে একসঙ্গে ৬ জনের শরীরে করোনা-সংক্রমণ ঘটেছে। ১৮ নং ওয়ার্ডের ২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ১১ নং ওয়ার্ডের ওল্ড মালঞ্চার রাখাজঙ্গল এলাকায় ৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ১৬ নং ওয়ার্ডের ভগবানপুর এলাকায় পরিবারের ৩ জনের (মহিলা-৪০, কিশোর-১৫ ও পুরুষ-৪৩) কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। খরিদার ৯ নং ওয়ার্ডের একই পরিবারের ২ জন সহ ১৯ নম্বর ওয়ার্ডেও করোনা আক্রান্তের হদিশ মিলেছে বলে জানা যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে। ২৯ নং ওয়ার্ডের সোনামুখিঝুলি এলাকার ২ জন করোনা’য় সংক্রমিত হয়েছেন। ইন্দার ১ ও ২৩ নং ওয়ার্ডের ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে এদিন। রেলদফতরের কর্মী ও পরিবারের সদস্য সহ মোট ৭ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। তাঁরা যথাক্রমে- ঝাপেটাপুর সংলগ্ন গোপালনগর, নিউ সেটেলমেন্ট এলাকার রেলের আবাসন ও মালঞ্চার বাসিন্দা বলে জানা যায়। তবে, আক্রান্তদের মধ্যে অধিকাংশজনই উপসর্গহীন বলে জানা গেছে। স্বল্প সংখ্যক উপসর্গযুক্তদের পাঠানো হয়েছে করোনা হাসপাতালে।

আরও পড়ুন -   সিনেমাকেও হার মানাবে ডেবরা টোল গেট থেকে গাড়ি ছিনতাইয়ের ঘটনা! চালক ও খালাসীকে শালবনীর জঙ্গল থেকে উদ্ধার করল পুলিশ