খড়্গপুর সদরে বিজেপি’র প্রার্থী হলেন অভিনেতা হিরণ! জল্পনা থামছেনা মুনমুন কে নিয়ে

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ মার্চ : খড়্গপুর সদর বিধানসভা (২২৪) আসনে বিজেপি প্রার্থী হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chattopadhyaya)। নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এই সেলিব্রেটি প্রার্থীকেই বেছে নিল বিজেপি। প্রসঙ্গত, খড়্গপুর সদর বিধানসভা আসনের প্রার্থী হিসেবে রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের নাম উঠে আসার সাথে সাথে, জল্পনায় ছিল তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী (মুনমুন) এবং বিজেপি’র রাজ্য সম্পাদক তুষার মুখার্জি’র নামও। এছাড়াও, ব্রিগেডের পর উঠে আসছিল মিঠুন চক্রবর্তী’র নামও। তবে, শেষ পর্যন্ত হিরণের নামেই সিলমোহর পড়ল। যদিও, তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এখানে শুধু ‘ভূমিপুত্র’ ই নয়, একেবারে ‘ঘরের ছেলে, কাজের ছেলে’ হিসাবে পরিচিত। স্বাভাবিকভাবেই, হিরণ কিংবা বিজেপি’র পক্ষে এই লড়াই যে রীতিমতো কঠিন হয়ে গেল তা বলাই বাহুল্য!

thebengalpost.in
খড়্গপুর সদরে বিজেপি’র প্রার্থী হলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   বেসরকারি হাতে শতাধিক রেল তুলে দেওয়ার প্রতিবাদে লাগাতার আন্দোলনের ঘোষণা কংগ্রেসের, বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য'কে তুলোধোনা ]

এদিকে, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে দেওয়ার পরও জল্পনা থামছেনা, খড়্গপুরের মুনমুন দা’কে নিয়ে। আজ অথবা আগামীকাল তিনি হয়তো বিজেপি’তে যাওয়া নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। তার আগে তৃণমূল এবং আই প্যাকের তরফে দেবাশিস চৌধুরী’কে বোঝানোর চেষ্টা চলছে বলেই সূত্রের খবর। গতকাল রাতেও তাঁর বাড়িতে আই প্যাকের টিম পৌঁছে গিয়েছিল বলেই সূত্রের খবর। গোপন সূত্রের খবর অনুযায়ী, দেবাশিস চৌধুরী’ (মুনমুন) কে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি করার প্রস্তাব বা প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা নেতারা। স্বয়ং দেবাশিস চৌধুরীও এই বিষয়ে কিছু বলতে চাননি। আজ বা আগামীকাল হয়তো তিনি নিজের সিদ্ধান্ত জানাতে পারেন!

thebengalpost.in
দেবাশিস চৌধুরী (সম্প্রতি, মাতৃবিয়োগের পরের ছবি) :

[ আরও পড়ুন -   করোনা ভাইরাস কাড়ল আরও এক কিংবদন্তী ফুটবলারের প্রাণ ]