বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১২ জুলাই : আবারও বিরাট সাফল্য ভারতীয় সেনার! এবার ভূস্বর্গে রাতভর গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। কাশ্মীরের সোপোর জেলার রেবান এলাকায় রাত থেকেই চলা গুলির লড়াইতে শেষপর্যন্ত
রবিবার দুপুরে এক সন্ত্রাসবাদীর নিকেশ হওয়ার খবর মিলেছে। যদিও বাকিদের খোঁজে এখনও জারি রয়েছে তল্লাশি।
শনিবার গভীর রাত থেকেই বারমুল্লা জেলায় অভিযান শুরু করে যৌথবাহিনীর সদস্যরা। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যায় যে, বারমুল্লার সোপোরের রেবান এলাকায় আত্মগোপন করে আছে জনা কয়েক সন্ত্রাসবাদী। এরপরই গোটা
এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশ সূত্রে জানানো হয় যে, ভোর চারটে নাগাদ যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা উত্তর দেয় জওয়ানরাও। এরপর দুপুরের দিকে এক জঙ্গির
খতম হওয়ার খবর মিলেছে। তবে তার পরিচয় এখনও মেলেনি। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি।
পাশপাশি, গোয়েন্দা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের ভীমবার গালি ও নৌসেরা সেক্টরের ওপারে বেশকিছু জঙ্গি ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে আর এই কাজে তাদের সাহায্য করার জন্য ওই দুটি সেক্টরে মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের
উপর হামলার ছক কষছে পাকিস্তান সেনা। যার জেরে বর্ডার অ্যাকশন টিমের সদস্যদের ওই এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনী কে সর্তক করা হয়েছে। তার ভিত্তিতে তারা নিয়ন্ত্রণরেখা
বরাবর কড়া নজরদারি চালাচ্ছে।
ভূ-স্বর্গে রাতভর গুলির লড়াইতে খতম এক জঙ্গি, পাকিস্তানি সেনাদের ঠেকাতে বাড়ানো হল নজরদারি
Advertisement













