দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১১ ডিসেম্বর: উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়ে জানিয়েছেন, “পুরো নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ। একাধিক অনিয়ম ধরা পড়েছে।” পুরো প্রক্রিয়া জানুয়ারি মাস থেকে নতুন করে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাইয়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ২০০০ মামলা ছিল উচ্চ প্রাথমিকে। নম্বর বাড়ানো থেকে প্রশিক্ষণ হীনদের নিয়োগ করার গুরুতর অভিযোগ ছিল। তাই, এস এস সি’র অনিয়মে ভরা এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে শিক্ষা দপ্তর ডিভিশন বেঞ্চে যাবে কিনা জানা যায় নি! তবে আদালতের এই রায় যে সরকারের কাছে একটা বড় ধাক্কা, তা বলাই বাহুল্য!