মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হতে চলেছেন চিকিৎসক গোলোক বিহারী মাজি! পিকে’র টিমের সিদ্ধান্ত এসে পৌঁছনোর সাথে সাথেই প্রচার শুরু হল

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার ‘হাই ভোল্টেজ’ আসনগুলির মধ্যে শীর্ষস্থানে ছিল নিঃসন্দেহে মেদিনীপুর বিধানসভা (২৩৬ নং)। অন্যান্য আসনগুলিতে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেললেও, মেদিনীপুর বিধানসভার প্রার্থী স্থির করতে প্রায় হিমশিম খেতে হচ্ছিল ‘আই প্যাক’কে (ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা’কে)! অবশেষে, পিকের টিমের তরফে গতকাল (সোমবার) রাতে যে নাম পাঠানো হয়েছে, মেদিনীপুর বিধানসভার প্রার্থী হিসেবে, তিনি হলেন, মেদিনীপুর শহরের সুপরিচিত অর্থোপেডিক্স (Orthopedics) বা অস্থি বিশেষজ্ঞ ডাঃ গোলোক বিহারী মাজি। বর্তমানে, ভারতীয় রেডক্রশ সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী হিসেবেও পরিচিত তিনি। আজ সকাল থেকেই তাঁকে নিয়ে ‘বঙ্গধ্বনি’ প্রচার শুরু করা হল দলের তরফে।

thebengalpost.in
ডাঃ গোলোক বিহারী মাজি :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   করোনা আবহে'র মধ্যেই মেদিনীপুর কে.ডি কলেজের গৌরবোজ্জ্বল অধ্যায়, পদার্পণ করল ৬০ বছরে, অনাড়ম্বর অনুষ্ঠান অনলাইনেই ]
thebengalpost.in
সম্প্রতি (৬ ফেব্রুয়ারি) মেদিনীপুর রেডক্রশ প্রাঙ্গণে সৌন্দর্যায়নের অনুষ্ঠানে (একদম মাঝখানে ডাঃ গোলোক বিহারী মাজি) :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর বিধানসভার প্রয়াত বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি’র প্রয়াণের পর এই আসনের প্রার্থী নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা ছিল। যেহেতু, জেলা রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এই বিধানসভা, স্বভাবতই জেলা নেতাদের ‘পাখির চোখ’ও ছিল এই আসন। তাই, দু’বারের বিধায়ক মৃগেন বাবু’র বিকল্প হিসেবে একাধিক নাম উঠে এলেও, বিভিন্ন কারণে বিভিন্ন নামে বাধা আসছিল! এক্ষেত্রে, অনেকেই গোষ্ঠী রাজনীতির প্রভাবকেও অস্বীকার করতে পারছিলেন না! শেষমেশ তাই, রাজনীতির বৃত্তের বাইরে কোনও ব্যক্তিকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করল পিকে’র টিম। এক্ষেত্রেও একাধিক নাম উঠে এসেছিল, তবে শেষ ‘বাজি’ জিতলেন গোলোক বাবু’ই! বিশ্বস্ত সূত্রে এমনটা জানা গেলেও, এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি জেলা নেতৃত্বের কেউই! আজকে মেদিনীপুর শহরের কেন্দ্রবিন্দু বার্জটাউন থেকে শুরু হওয়া ‘বঙ্গধ্বনি’ প্রচারে অংশগ্রহণ করলেন তৃণমূল শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, মহিলা নেত্রী ও বিদায়ী কাউন্সিলর মৌ রায়, তৃণমূল শিক্ষক সমিতির জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী, জেলা শিক্ষক নেতা বিভাস ভট্টাচার্য প্রমুখ। ছিলেন ডাঃ গোলোক বিহারী মাজিও। তবে, রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্বের তরফে এখনও অফিসিয়ালি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আজকের প্রচারকার্যকেও বঙ্গধ্বনি যাত্রা হিসেবেই উল্লেখ করা হয়েছে।

thebengalpost.in
শুরু হল প্রচার :

[ আরও পড়ুন -   করোনা যুদ্ধে লড়াই করার পর প্রথম বিবাহবার্ষিকী পালনেও স্বাতন্ত্র্যের পরিচয় মেদিনীপুরের স্বাস্থ্যকর্মী দম্পতির ]