দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৫ মার্চ: একদিকে যখন ভোটের প্রস্তুতি তুঙ্গে, সেই সময়ই শহরের স্পিনিং মিলে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ১০ লক্ষ টাকার সুতো! মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার অবস্থিত তাম্রলিপ্ত স্পিনিং মিলে বৃহস্পতিবার ভরদুপুরে এমনই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। ঘটনা সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতোই এদিনও কাজ চলছিল এই তাম্রলিপ্ত স্পিনিং মিলে। ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ একটি মেশিনের সমস্যা থেকে শর্ট সার্কিট হয় এবং এর জেরেই আগুন লেগে যায়! আগুন হু হু করে ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই। পুড়ে ছাই হয়ে যায় লক্ষ লক্ষ টাকার সুতো!
দুপুর ১২ টা নাগাদ ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর দেওয়া হয় দমকলে। তবে, দমকল আসার আগেই স্থানীয় শ্রমিকরা চেষ্টা করেন আগুন নেভানোর। কিন্তু, সুতোতে আগুন লেগে পুরো মিলের ভিতরে আগুন ধরে যায়। এরপর, দমকল পৌঁছলে সাধারণ মানুষ, স্পিনিং মিলের কর্মী ও দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। কিন্তু, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১০ লক্ষ টাকার সুতো। এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।