The Bengal Post https://thebengalpost.in Bengali News Mon, 31 May 2021 14:10:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.8.2 https://thebengalpost.in/wp-content/uploads/2020/08/cropped-images-1-32x32.jpg The Bengal Post https://thebengalpost.in 32 32 পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৩৫ শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন করলেন সাংসদ দীপক অধিকারী https://thebengalpost.in/inaugurated-debra-covid-hospital/ https://thebengalpost.in/inaugurated-debra-covid-hospital/#respond Mon, 31 May 2021 13:44:41 +0000 https://thebengalpost.in/?p=17335 মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৩৫ শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন হল। সোমবার বিকেলে এই হাসপাতালের উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), কারগরী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ূন কবীর, রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা এবং ওএসডি ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জেলাশাসক ডঃ রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক পীনাকী রঞ্জন প্রধান এবং […]

The post পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৩৫ শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন করলেন সাংসদ দীপক অধিকারী appeared first on The Bengal Post.

]]>

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৩৫ শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন হল। সোমবার বিকেলে এই হাসপাতালের উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), কারগরী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ূন কবীর, রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা এবং ওএসডি ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জেলাশাসক ডঃ রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক পীনাকী রঞ্জন প্রধান এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল প্রমুখ। এছাড়াও ছিলেন, খড়্গপুরের মহাকুমাশাসক আজমল হোসেন এবং ডেবরা ব্লকের স্বাস্থ্য আধিকারিক তথা করোনা হাসপাতালের সুপার মহম্মদ আরিফ। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানিয়েছেন, “মেদিনীপুর মেডিক্যাল কলেজে মাত্র ২৬ টি HDU বেড আছে, অন্যদিকে শালবনী এখান থেকে অনেকটাই দূরত্বে। তাই এখানে একটি উন্নত মানের কোভিড হাসপাতাল তৈরি করা হল। ২০ টি HDU বেডও থাকছে। এছাড়াও, সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইন সিস্টেম থাকছে।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, “আগামীকাল থেকেই এখানে রোগী ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।”

thebengalpost.in
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৩৫ শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন :

অপরদিকে, জেলার করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকরা। তা সত্ত্বেও সবরকমভাবে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। এক্ষেত্রে “তৃতীয় ঢেউ” এলেও যাতে মোকাবিলা করা যায়, সেজন্যই জেলার করোনা চিকিৎসায় কোনো খামতি রাখতে রাজী নয় জেলা প্রশাসন। রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা এবং ও.এস.ডি (Officer On Special Duty) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “ঘাটালেও করোনা হাসপাতাল তৈরির কাজ প্রায় শেষের মুখে। সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইনের কাজ চলছে।” অপরদিকে, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যেই ১৩৫ শয্যার কোভিড হাসপাতাল তৈরি হওয়ার ফলে, এই এলাকার মানুষ উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানিয়ে সাংসদ দীপক অধিকারী বললেন, “পশ্চিম মেদিনীপুর জেলার করোনা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। এই হাসপাতাল তৈরি হওয়ার ফলে আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে।” মন্ত্রী হুমায়ূন কবীর জানিয়েছেন, “ডেবরাবাসীকে উন্নত মানের এই কোভিড হাসপাতাল উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই।”

thebengalpost.in
ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হল ১৩৫ শয্যার করোনা হাসপাতাল :

thebengalpost.in
উদ্বোধিত হল ডেবরা কোভিড হাসপাতালের :

The post পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৩৫ শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন করলেন সাংসদ দীপক অধিকারী appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/inaugurated-debra-covid-hospital/feed/ 0
সরাসরি যুদ্ধ ঘোষণা! মুখ্যসচিব পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন আলাপন বন্দ্যোপাধ্যায় https://thebengalpost.in/alapan-banerjee-resigned-from-chief-secretary-of-west-bengal/ https://thebengalpost.in/alapan-banerjee-resigned-from-chief-secretary-of-west-bengal/#respond Mon, 31 May 2021 12:55:50 +0000 https://thebengalpost.in/?p=17330 দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ মে : এ যেন ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী!’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। আর, সেই যুদ্ধে বাঙালি আইএএস (IAS) আলাপন বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সেনাপতির মতোই বাংলার মুখ্যমন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন! কেন্দ্রের ডাকে দিল্লি না গিয়ে মুখ্যসচিবের পদ থেকেই […]

The post সরাসরি যুদ্ধ ঘোষণা! মুখ্যসচিব পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন আলাপন বন্দ্যোপাধ্যায় appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ মে : এ যেন ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী!’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। আর, সেই যুদ্ধে বাঙালি আইএএস (IAS) আলাপন বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সেনাপতির মতোই বাংলার মুখ্যমন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন! কেন্দ্রের ডাকে দিল্লি না গিয়ে মুখ্যসচিবের পদ থেকেই ইস্তফা দিয়ে দিলেন তিনি। আজ রাত ১২ টার পর থেকেই প্রাক্তন আইএএস অফিসার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা বা মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

thebengalpost.in
আলাপন বন্দ্যোপাধ্যায় :

উল্লেখ্য যে, মুখ্যসচিব হিসেবে আজকেই মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, রাজ্যের তরফে তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছিল ৩ মাসের জন্য। কেন্দ্র সরকার সেই আবেদনে সাড়াও দিয়েছিল। তার পরেই শুরু হয় আঘাত-প্রত্যাঘাতের পালা! মুখ্যসচিব আলাপনকে ডেকে পাঠানো হয় দিল্লিতে। আজ সকাল ১০ টার মধ্যে তাঁর রিপোর্টিং করার কথা ছিল। তা তিনি করেননি! উল্টে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় সরকারের দিকেই। মুখ্যসচিবের তথা আইএএস পদাধিকারী’র পদটাই ছেড়ে দিলেন তিনি। আগামীকাল থেকে তিনি প্রাক্তন আইএএস অফিসার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলাবেন আগামী ৩ বছরের জন্য। অপরদিকে, রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামীকাল থেকে নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বিপি গোপালিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আলাপন অবসর নিলেন। তাঁর আজই অবসর নেওয়ার কথা ছিল। কেন্দ্রীয় সরকার ৩ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করেও রাজনৈতিক প্রতিহিংসা নিয়েছে। কেন্দ্র তাঁকে ডাকার কারণ দেখায়নি। একদিন ওদের পস্তাতে হবে।”

thebengalpost.in
নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব (ফাইল ছবি) :

The post সরাসরি যুদ্ধ ঘোষণা! মুখ্যসচিব পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন আলাপন বন্দ্যোপাধ্যায় appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/alapan-banerjee-resigned-from-chief-secretary-of-west-bengal/feed/ 0
সংক্রমণ কমতেই লকডাউন বিধিনিষেধ শিথিল! খুচরো দোকানপাট দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা https://thebengalpost.in/new-rules-of-lockdown-in-west-bengal/ https://thebengalpost.in/new-rules-of-lockdown-in-west-bengal/#respond Mon, 31 May 2021 11:46:20 +0000 https://thebengalpost.in/?p=17327 দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ মে : সংক্রমণ কমা শুরু করতেই লকডাউন বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনল রাজ্য সরকার! আগামীকাল, ১ লা জুন থেকে ১৫ ই জুন পর্যন্ত, খুচরো দোকানপাট দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। শাড়ি ও গয়নার দোকানের সাথে সাথে অন্যান্য খুচরো জিনিসপত্রের দোকান […]

The post সংক্রমণ কমতেই লকডাউন বিধিনিষেধ শিথিল! খুচরো দোকানপাট দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ মে : সংক্রমণ কমা শুরু করতেই লকডাউন বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনল রাজ্য সরকার! আগামীকাল, ১ লা জুন থেকে ১৫ ই জুন পর্যন্ত, খুচরো দোকানপাট দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। শাড়ি ও গয়নার দোকানের সাথে সাথে অন্যান্য খুচরো জিনিসপত্রের দোকান (বই দোকান, মনোহারী দোকান প্রভৃতি)ও ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে তিনি জানিয়েছেন।

thebengalpost.in
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

এতদিন পর্যন্ত, সবজি বাজার, মাছ-মাংস, মুদি দোকান সহ জরুরী জিনিসপত্রের দোকান সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। মিষ্টির দোকান খোলার নিয়ম ছিল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত। ওই সকল নিয়ম একই থাকছে। শুধু ছাড় দেওয়া হল, বাকি সমস্ত খুচরো দোকান’কে। যা ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে, সেক্ষেত্রে মুদি দোকান সকাল ৭ টা থেকে টানা দুপুর ৩ টা পর্যন্ত খোলা থাকবে নাকি ১০ টায় বন্ধ করার পর ফের ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা যাবে, তা পরিষ্কার করা হয়নি। বিজ্ঞপ্তি বেরোলেই তা পরিষ্কার হবে। আইটি সেক্টর এবার থেকে ১০ শতাংশ কর্মী নিয়ে এবং নির্মাণ শ্রমিকরা ভ্যাকসিন নিয়ে কাজ করতে পারবে পারবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

The post সংক্রমণ কমতেই লকডাউন বিধিনিষেধ শিথিল! খুচরো দোকানপাট দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/new-rules-of-lockdown-in-west-bengal/feed/ 0
পুকুরের মাছ রাস্তায়, চাষের জমি জলের তলায়! সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা https://thebengalpost.in/flooded-the-maximum-area-of-keshpur-of-paschim-medinipur/ https://thebengalpost.in/flooded-the-maximum-area-of-keshpur-of-paschim-medinipur/#respond Mon, 31 May 2021 10:00:21 +0000 https://thebengalpost.in/?p=17321 দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: সোমবার ভোর থেকে টানা ৪-৫ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিস্তীর্ণ অংশ। ১৩ নং ধলহারা অঞ্চলের চাঁদবাড়, ক্ষীরমূল, গুনহারা; ১০ নং অঞ্চলের বেলডোবা প্রভৃতি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দারা তীব্র সমস্যায় পড়েছেন। প্লাবিত হয়ে গেছে পুকুর, চাষ জমি সবকিছুই। পুকুর থেকে মাছ বেরিয়ে […]

The post পুকুরের মাছ রাস্তায়, চাষের জমি জলের তলায়! সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: সোমবার ভোর থেকে টানা ৪-৫ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিস্তীর্ণ অংশ। ১৩ নং ধলহারা অঞ্চলের চাঁদবাড়, ক্ষীরমূল, গুনহারা; ১০ নং অঞ্চলের বেলডোবা প্রভৃতি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দারা তীব্র সমস্যায় পড়েছেন। প্লাবিত হয়ে গেছে পুকুর, চাষ জমি সবকিছুই। পুকুর থেকে মাছ বেরিয়ে যাচ্ছে, চাষেরও প্রবল ক্ষতি হয়েছে। হতাশ হয়ে পড়েছেন এলাকার চাষিরা।

thebengalpost.in
কেশপুরের ধলহারা গ্রাম জলমগ্ন :

প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে কাঁচা বাড়িগুলিও। দরিদ্র ও অসহায় মানুষজন রাস্তায় আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে, সকলেই প্রশাসনের মুখাপেক্ষী হয়ে আছেন, সাহায্যের জন্য। চাঁদবাড় গ্রামের এক বয়স্ক ব্যক্তি বললেন, “ভোর রাত থেকে টানা বৃষ্টিতে গোটা গ্রাম জলে ভর্তি হয়ে গেছে।‌ বেশকিছু কাঁচা বাড়ি ভেঙে গেছে। চাষের জমি ডুবে গেছে। পুকুরের সব মাছ বেরিয়ে যাচ্ছে। রাস্তাতেই দাঁড়িয়ে লোক মাছ ধরছে, কি আর করবে! সবাই অসহায় পড়েছে।”

thebengalpost.in
ভেঙে পড়েছে কাঁচা বাড়ি :

The post পুকুরের মাছ রাস্তায়, চাষের জমি জলের তলায়! সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/flooded-the-maximum-area-of-keshpur-of-paschim-medinipur/feed/ 0
রাজ্যের মধ্যে প্রথম! খড়্গপুর নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের ‘দুয়ারে’ গিয়ে করোনা টিকা দিল প্রশাসন, দেওয়া হবে ঘাটালেও https://thebengalpost.in/corona-vaccine-to-the-sex-workers-of-kharagpur/ https://thebengalpost.in/corona-vaccine-to-the-sex-workers-of-kharagpur/#respond Mon, 31 May 2021 08:18:30 +0000 https://thebengalpost.in/?p=17316 দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: রাজ্যের মধ্যে প্রথম। এককথায় নজিরবিহীনও! ‘দুয়ারে’ গিয়ে ভ্যাকসিন দেওয়া হল- নিষিদ্ধ পল্লীর (যৌনপল্লীর) বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের কৌশল্যা যৌনপল্লীর ৪০ জন বাসিন্দাকে সোমবার করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হল জেলা প্রশাসনের উদ্যোগে। আজ সকালে রীতিমতো যৌনকর্মীদের উঠোনে বা দুয়ারে পৌঁছে যান প্রশাসনের আধিকারিকরা। দেওয়া হয়েছে, করোনা […]

The post রাজ্যের মধ্যে প্রথম! খড়্গপুর নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের ‘দুয়ারে’ গিয়ে করোনা টিকা দিল প্রশাসন, দেওয়া হবে ঘাটালেও appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: রাজ্যের মধ্যে প্রথম। এককথায় নজিরবিহীনও! ‘দুয়ারে’ গিয়ে ভ্যাকসিন দেওয়া হল- নিষিদ্ধ পল্লীর (যৌনপল্লীর) বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের কৌশল্যা যৌনপল্লীর ৪০ জন বাসিন্দাকে সোমবার করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হল জেলা প্রশাসনের উদ্যোগে। আজ সকালে রীতিমতো যৌনকর্মীদের উঠোনে বা দুয়ারে পৌঁছে যান প্রশাসনের আধিকারিকরা। দেওয়া হয়েছে, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ। উপস্থিত ছিলেন স্বয়ং মহকুমাশাসক আজমল হোসেন, খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। মহকুমাশাসক জানিয়েছেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিশেষ করোনা ভ্যাকসিনেশন ড্রাইভ বা কর্মসূচি চলছে, সেই তালিকায় নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদেরও রাখা হয়েছিল। সেই মতো আজকে তা প্রদান করা হল। বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই দুয়ারে গিয়ে ভ্যাকসিন দেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই আবেদন আমরা মঞ্জুর করতে পারিনি বিভিন্ন কারণে! তবে, ওনাদের ক্ষেত্রে কোনো আবেদন না করা হলেও, প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজের বঞ্চিত অংশের প্রতিনিধি হিসেবে তাঁদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।”

thebengalpost.in
খড়্গপুরের কৌশল্যা যৌনপল্লীতে টিকাকরণ :

এদিকে, করোনা টিকা নিয়ে আপ্লুত নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা। সমাজের ‘অন্ধকার’ অংশে থেকেও,‌ সরকার বা প্রশাসনের তরফে তাঁদের উদ্দেশ্য যেভাবে মানবতার হাত বাড়িয়ে দেওয়া হল, তাতে অন্তত একদিনের জন্য হলেও নিজেদের ‘আলোকিত’ মনে করলেন প্রমীলা, স্বপ্না, সুন্দরী (নাম পরিবর্তিত)’রা! স্বভাবতই চোখে আনন্দের অশ্রু নিয়ে তাঁরা একরাশ ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রশাসনের উদ্দেশ্যে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “খড়্গপুর ছাড়াও ঘাটালের ২৫ জন সেক্স ওয়ার্কার বা যৌন কর্মীকেও করোনা টিকা দেওয়া হবে।”

The post রাজ্যের মধ্যে প্রথম! খড়্গপুর নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের ‘দুয়ারে’ গিয়ে করোনা টিকা দিল প্রশাসন, দেওয়া হবে ঘাটালেও appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/corona-vaccine-to-the-sex-workers-of-kharagpur/feed/ 0
দেশে সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুহার! রাজ্যে বাড়ছে সুস্থতার হার, কমছে সক্রিয় রোগীর সংখ্যা https://thebengalpost.in/corona-bulletin-of-india-and-west-bengal/ https://thebengalpost.in/corona-bulletin-of-india-and-west-bengal/#respond Mon, 31 May 2021 07:46:59 +0000 https://thebengalpost.in/?p=17311 দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩১ মে: সমগ্র দেশজুড়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণের পাশাপাশি দেশে কমেছে মৃত্যুহারও। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। গতকালের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১৩ হাজার কম। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় […]

The post দেশে সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুহার! রাজ্যে বাড়ছে সুস্থতার হার, কমছে সক্রিয় রোগীর সংখ্যা appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩১ মে: সমগ্র দেশজুড়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণের পাশাপাশি দেশে কমেছে মৃত্যুহারও। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। গতকালের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১৩ হাজার কম। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৪৬০। গত একদিনে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ২২ জন, যে সংখ্যাটা দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৬ হাজার ৯২ জন। করোনা থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন ২ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৩৪২ জন। প্রাণ হারিয়েছেন মোট ৩ লক্ষ ২৯ হাজার ১০০ জন। ইতিমধ্যে দেশের ২১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ১২৯ জন টিকা পেয়েছেন।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যের করোনা গ্রাফও ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৮৯৮ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৪২ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় ৭০ হাজার ৩১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :

The post দেশে সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুহার! রাজ্যে বাড়ছে সুস্থতার হার, কমছে সক্রিয় রোগীর সংখ্যা appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/corona-bulletin-of-india-and-west-bengal/feed/ 0
সাতসকালেই আকাশ ভাঙা বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাতে কেঁপে উঠলো মেদিনীপুর শহর সহ জেলার একাংশ https://thebengalpost.in/rain-and-thunder-from-morning-at-midnapore/ https://thebengalpost.in/rain-and-thunder-from-morning-at-midnapore/#respond Mon, 31 May 2021 02:23:45 +0000 https://thebengalpost.in/?p=17307 দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ মেদিনীপুর শহর সহ জেলার একাংশে। মুষলধারে বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত! সাতসকালেই রীতিমতো কেঁপে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার একাংশ। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও আছে। সবমিলিয়ে, বৃষ্টিপাতের সম্ভাবনা ছিলোই। কিন্তু, তার সঙ্গে […]

The post সাতসকালেই আকাশ ভাঙা বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাতে কেঁপে উঠলো মেদিনীপুর শহর সহ জেলার একাংশ appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ মেদিনীপুর শহর সহ জেলার একাংশে। মুষলধারে বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত! সাতসকালেই রীতিমতো কেঁপে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার একাংশ। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও আছে। সবমিলিয়ে, বৃষ্টিপাতের সম্ভাবনা ছিলোই। কিন্তু, তার সঙ্গে যে নজিরবিহীন বজ্রপাত হল সোমবার সাত সকালেই তা ইদানীংকালের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত বজ্রপাতে ক্ষয়ক্ষতির খবর আসেনি, হয়তো বেলা গড়ানোর সাথে সাথে বোঝা যাবে।

thebengalpost.in
মেদিনীপুর শহরে সকাল থেকে আকাশভাঙা বৃষ্টি :

প্রসঙ্গত, যশ (Yaas) দুর্যোগের পর, গতকাল জেলা জুড়ে তীব্র অস্বস্তিকর আবহাওয়া ছিল! বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে, গরমের সাথে সাথে অস্বস্তি আরও বাড়ছিল। সন্ধ্যার পর বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। কিছুটা স্বস্তি অনুভব করেছিলেন সাধারণ মানুষ। সেই রেশ ধরেই ফের মেদিনীপুর শহর সহ জেলার একাংশে মুষলধারে বৃষ্টি ও নাগাড়ে বজ্রপাত হল সোমবার সাত সকালেই। এদিকে, ৭ টা থেকে ১০ টা পর্যন্ত বাজার খোলা, ফলে চরম অসুবিধার সম্মুখীন হলেন ক্রেতা ও বিক্রেতা সকলেই। অপরদিকে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত আগামী কয়েকদিনে ধরে চলবে।

The post সাতসকালেই আকাশ ভাঙা বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাতে কেঁপে উঠলো মেদিনীপুর শহর সহ জেলার একাংশ appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/rain-and-thunder-from-morning-at-midnapore/feed/ 0
আগামী ৩ রা জুন বর্ষা ঢুকছে কেরলে! বঙ্গে বর্ষা তার দিন সাতেকের মধ্যেই, এই মুহূর্তে চলছে প্রাক বর্ষার বৃষ্টি https://thebengalpost.in/rainy-season-will-came-this-week-in-kerala/ https://thebengalpost.in/rainy-season-will-came-this-week-in-kerala/#respond Sun, 30 May 2021 13:41:39 +0000 https://thebengalpost.in/?p=17302 দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩০ মে : শক্তি বাড়িয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও শক্তি বাড়িয়ে আগামী ৩ রা জুন, বৃহস্পতিবার কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। রবিবার আবহাওয়া দপ্তর সূত্রে এরকমই পূর্বাভাস পাওয়া গেছে। উল্লেখ্য যে, ভারতবর্ষে কেরল দিয়েই প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। স্বাভাবিকভাবে, দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী রাজ্য কেরলেই প্রথম ঝরে পড়ে […]

The post আগামী ৩ রা জুন বর্ষা ঢুকছে কেরলে! বঙ্গে বর্ষা তার দিন সাতেকের মধ্যেই, এই মুহূর্তে চলছে প্রাক বর্ষার বৃষ্টি appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩০ মে : শক্তি বাড়িয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও শক্তি বাড়িয়ে আগামী ৩ রা জুন, বৃহস্পতিবার কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। রবিবার আবহাওয়া দপ্তর সূত্রে এরকমই পূর্বাভাস পাওয়া গেছে। উল্লেখ্য যে, ভারতবর্ষে কেরল দিয়েই প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। স্বাভাবিকভাবে, দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী রাজ্য কেরলেই প্রথম ঝরে পড়ে বর্ষার বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার ৩ রা জুন কেরলে প্রবেশ করতে চলেছে ‘বর্ষা’!

thebengalpost.in
বঙ্গে বর্ষা আগামী ১২ ই জুন নাগাদ :

অন্যদিকে, কেরলে বর্ষা প্রবেশ করার দিন সাতেকের মধ্যে স্বাভাবিক নিয়মে বর্ষা প্রবেশ করতে পারে বাংলায়। সেক্ষেত্রে ১০ থেকে ১২ ই জুনের মধ্যে সম্ভাবনা বলে জানানো হয়েছে। তবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু’র গতিপ্রকৃতি’র উপরই বাকিটা নির্ভর করবে বলেও জানানো হয়েছে। এই মুহূর্তে’র গতিপ্রকৃতি বলছে, আগামী ১ লা জুন থেকেই সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ৩ রা জুন আছড়ে পড়তে পারে কেরলে। তারপর স্বাভাবিক নিয়মে বাংলায় প্রবেশ করবে ১২ ই জুনের মধ্যে। এদিকে, রবিবার উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় যে বৃষ্টি হয়েছে, তাকে প্রাক বর্ষার বৃষ্টি বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এও জানানো হয়েছে, আগামী কয়েকদিন বাতাসে প্রবল জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বঙ্গে। তারপর, শুধুই ‘বর্ষারাণী’র অপেক্ষা!

The post আগামী ৩ রা জুন বর্ষা ঢুকছে কেরলে! বঙ্গে বর্ষা তার দিন সাতেকের মধ্যেই, এই মুহূর্তে চলছে প্রাক বর্ষার বৃষ্টি appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/rainy-season-will-came-this-week-in-kerala/feed/ 0
“নবীন পট্টনায়ককে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভদ্রতা শেখা উচিত”, পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে বললেন দিলীপ ঘোষ https://thebengalpost.in/dilip-ghosh-at-salboni-paschim-medinipur/ https://thebengalpost.in/dilip-ghosh-at-salboni-paschim-medinipur/#respond Sun, 30 May 2021 11:13:54 +0000 https://thebengalpost.in/?p=17293 দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: “ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাছে ভদ্রতা শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের! নবীন জি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, একসঙ্গে বৈঠক করেছেন। আর, বৈঠক শেষে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী এসেছেন এটাই অনেক! আমরা কেন্দ্র সরকারের ঘাড়ে অর্থের বোঝা চাপাবোনা, এই করোনা পরিস্থিতির মধ্যে। আমরা নিজেদের অর্থে আপাতত পরিস্থিতি সামাল দেব।’ আর মমতা […]

The post “নবীন পট্টনায়ককে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভদ্রতা শেখা উচিত”, পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে বললেন দিলীপ ঘোষ appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: “ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাছে ভদ্রতা শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের! নবীন জি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, একসঙ্গে বৈঠক করেছেন। আর, বৈঠক শেষে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী এসেছেন এটাই অনেক! আমরা কেন্দ্র সরকারের ঘাড়ে অর্থের বোঝা চাপাবোনা, এই করোনা পরিস্থিতির মধ্যে। আমরা নিজেদের অর্থে আপাতত পরিস্থিতি সামাল দেব।’ আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে, দেরিতে পৌঁছেছেন। সঙ্গে মুখ্যসচিবকে নিয়ে ঢুকে, একটা কাগজ ধরিয়ে দিয়ে বেরিয়ে গেছেন গটগট করে! এটাই ওনার ভদ্রতা। আর, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু টাকা আর টাকা! করোনা পরিস্থিতির মধ্যেও ২০ হাজার কোটি টাকার ফিরিস্তি দিয়েছেন।” রবিবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগড়ে বসে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। নির্বাচনের পরবর্তী সময়ে, দলীয় কর্মীদের উপর হওয়া অত্যাচার ও ঘরছাড়া করা নিয়েও শাসকদলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। শনিবার দুপুরে,‌ শালবনীর কর্ণগড়ে দীর্ঘদিন ঘরছাড়া থাকা বিজেপি কর্মী গোপাল মিদ্যার বাড়ির উঠোনে বসেই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। যদিও, তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছেন শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাত।

thebengalpost.in
সকালে চা চক্রে খড়্গপুরে দিলীপ ঘোষ :

প্রসঙ্গত, অতিমারী ও দুর্যোগের পরিস্থিতিতে “সাংসদ জন আহার” কর্মসূচির সূচনা এবং শাসকদলের হাতে অত্যাচারিত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতেই পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সকালে খড়্গপুরে চা-চক্র সেরে তিনি পৌঁছন জঙ্গলমহল শালবনী ব্লকের কর্ণগড় ও সংলগ্ন বালিজুড়ি গ্রামে। প্রথমেই তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের হাতে অত্যাচারিত পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং তাদের মুখ থেকে অত্যাচারিত হওয়ার বিবরণ শোনেন। পাশে থাকার আশ্বাস দিয়ে, “সাংসদ জন আহার” কর্মসূচির সূচনা করেন জঙ্গলমহলের প্রত্যন্ত এই গ্রামে। এই কর্মসূচির মাধ্যমে লকডাউনে অসহায় পড়া পরিবারগুলির হাতে দুপুরের আহার (ভাত, ডাল, তরকারি প্রভৃতি) তুলে দেওয়া হয়। এরপরই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে তীব্র ভাষায় কটাক্ষ করেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, “ভদ্রতা, মান-সম্নান জ্ঞান, আর সাংবিধানিক আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখার প্রয়োজন নেই! উনি বরং শিখুন। যে মুখ্যমন্ত্রী একসময় প্রধানমন্ত্রী’কে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা বলেন, রাজ্যে আসা প্রধানমন্ত্রীর সঙ্গে ভদ্রভাবে সাক্ষাৎ না করে একটা কাগজ ধরিয়ে দিয়ে মুখের সামনে দিয়ে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান, তিনি আবার কি ভদ্রতার কথা বলেন, সংবিধানের কথা বলেন!” ত্রাণ নিয়ে রাজনীতির করার কথাও বলেছেন তিনি। তবে তিনি জানিয়েছেন, “অত্যাচার হচ্ছে, মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। নির্বাচনের পর থেকে ৩৫-৩৬ জন কার্যকর্তাকে খুন করা হয়েছে। তবে, এই অত্যাচারের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গে গত ৫-৬ বছর ধরে বিজেপি রাজনীতি করছে, ভবিষ্যতেও লড়াই চলবে।” ফেসবুক, টুইটারে শুভ্রাংশু রায়, সব্যসাচী দত্ত’দের মন্তব্য নিয়ে বিজেপি যে মাথা ঘামাচ্ছেনা তাও পরিষ্কার করে দেন তিনি! তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া দেখে বিজেপি রাজনীতি করেনা। তবে, বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়ে কেউ যদি সুপ্ত ইচ্ছা প্রকাশ করতে চান, সেটা তাদের ব্যাপার! এখনও তাঁরা বিজেপি দলে আছে বলেই জানি।” উল্লেখ্য যে, শুভ্রাংশু রায় ও সব্যসাচী দত্ত ‘জনগণের দ্বারা নির্বাচিত’ তৃণমূল সরকারের পক্ষে মন্তব্য করেছিলেন। এদিকে, বিজেপি রাজ্য সভাপতির বিভিন্ন অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের শালবনী ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ। তিনি বলেছেন, “শান্ত শালবনীকে অশান্ত করতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি।”

thebengalpost.in
“সাংসদ জন আহার” শালবনীতে :

The post “নবীন পট্টনায়ককে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভদ্রতা শেখা উচিত”, পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে বললেন দিলীপ ঘোষ appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/dilip-ghosh-at-salboni-paschim-medinipur/feed/ 0
করোনা যুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে ভারত! সংক্রমণের গ্রাফ নিম্নমুখী দেশে ও রাজ্যে https://thebengalpost.in/last-twenty-four-hour-corona-update-in-india-and-west-bengal/ https://thebengalpost.in/last-twenty-four-hour-corona-update-in-india-and-west-bengal/#respond Sun, 30 May 2021 07:36:13 +0000 https://thebengalpost.in/?p=17287 দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩০ মে: অদৃশ্য শত্রুর আক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। মারণ ভাইরাসের থাবায় কাবু হয়ে পড়েছিল ভারতও। বেলাগাম সংক্রমণের পরিসংখ্যানে দেশে তৈরি হচ্ছিল নতুন নতুন রেকর্ড। কিন্তু এবার সবাইকে স্বস্তি দিয়ে সংক্রমনের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হচ্ছে ভারতে। একইভাবে কমছে মৃত্যুর সংখ্যাও। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা […]

The post করোনা যুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে ভারত! সংক্রমণের গ্রাফ নিম্নমুখী দেশে ও রাজ্যে appeared first on The Bengal Post.

]]>

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩০ মে: অদৃশ্য শত্রুর আক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। মারণ ভাইরাসের থাবায় কাবু হয়ে পড়েছিল ভারতও। বেলাগাম সংক্রমণের পরিসংখ্যানে দেশে তৈরি হচ্ছিল নতুন নতুন রেকর্ড। কিন্তু এবার সবাইকে স্বস্তি দিয়ে সংক্রমনের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হচ্ছে ভারতে। একইভাবে কমছে মৃত্যুর সংখ্যাও। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন, যা দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮ জন। ইতিমধ্যেই ভারতে ২১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৬১৪ জনকে টিকা দেওয়া হয়েছে।

thebengalpost.in
দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যের করোনা পরিসংখ্যানেও যথেষ্ট কমেছে সংক্রমণের হার। পাশাপাশি, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও কমেছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। দৈনিক মৃতের সংখ্যা ১৪৮। স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯১.৩২%। গত ২৪ ঘন্টায় ৬৩ হাজার ৫১৮ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।

The post করোনা যুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে ভারত! সংক্রমণের গ্রাফ নিম্নমুখী দেশে ও রাজ্যে appeared first on The Bengal Post.

]]>
https://thebengalpost.in/last-twenty-four-hour-corona-update-in-india-and-west-bengal/feed/ 0