জঙ্গলমহল বিজেপিতে ফাটল! গড়বেতা বিধানসভায় নির্দল হিসেবে দাঁড়াতে চলেছেন প্রদীপ লোধা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে, জেলা বিজেপির সংগঠনে বড়সড় ফাটল! দীর্ঘদিনের বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা সহ সভাপতি প্রদীপ লোধা দল ছেড়ে, নির্দল হিসেবে প্রর্থী হতে চলেছেন! গড়বেতা বিধানসভার নির্দল প্রার্থী হিসেবে তিনি আগামীকালই মনোনয়ন জমা করতে চলেছেন বলে আমাদের জানিয়েছেন। উল্লেখ্য যে, গড়বেতা বিধানসভায় বিজেপি মনোনীত প্রার্থী হলেন মদন রুইদাস। আজ সন্ধ্যাতেও তিনি The Bengal Post Facebook Live এ জানিয়েছিলেন, “প্রদীপ দা দল ছেড়ে যাবেন না। উনি অভিজ্ঞ রাজনীতিবিদ। ভুল বোঝাবুঝি থাকলে আমরা তা মিটিয়ে নেব।” আর এই ফেসবুক লাইভের কয়েক মিনিটের মধ্যেই, প্রদীপ বাবু জানিয়ে দিলেন, তিনি নির্দল হিসেবে অথবা আইনি ছাড়পত্র পাওয়া গেলে, “ভারতীয় জন সংঘ” (BJP) এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন, আগামীকালই।

thebengalpost.in
প্রদীপ লোধা (Pradip Lodha) :

[ আরও পড়ুন -   ২৪ ঘন্টায় দেশে প্রায় দশ হাজার! পশ্চিম মেদিনীপুরে নতুন করে আক্রান্ত ১৬ জন, সদর ব্লকে ২ জন, জেলায় প্রায় ৪০ টি কনটেইনমেন্ট হতে চলেছে আগামীকাল থেকেই ]

প্রসঙ্গত, গতকালই বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, প্রথম দুই দফার নির্বাচনের জন্য। শালবনী ও গড়বেতা বিধানসভায় যথাক্রমে প্রার্থী মনোনীত হয়েছেন, রাজীব কুন্ডু ও মদন রুই দাস। আর, এই প্রার্থী নির্বাচন নিয়েই ক্ষোভ একাংশের। সেই তালিকায় আছেন, প্রাক্তন জেলা সভাপতি ধীমান কোলে, প্রাক্তন সহ সভাপতি প্রদীপ লোধা, রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক পশুপতি দেবসিংহ, রাজ্য ওবিসি মোর্চার সদস্য নিরাপদ মাহাত প্রমুখ। বিকেল পর্যন্ত তাঁরা জানিয়েছিলেন, কুড়মি সমন্বয় মঞ্চ‘কে সমর্থন জানিয়ে ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে। এরপর, সন্ধ্যা নাগাদ প্রদীপ বাবু জানালেন, তিনি নির্দল হিসেবে অথবা প্রতীক ও অনুমতি পাওয়া গেলে BJS এর হয়ে গড়বেতা বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য যে, এর আগে ২০১৬ সালের বিধানসভায় প্রদীপ লোধা বিজেপি প্রার্থী হিসেবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভের কথা জানাতে গিয়ে প্রাক্তন জেলা সভাপতি ধীমান কোলে জানিয়েছেন, “প্রার্থী নির্বাচনে সাধারণ জনগণ এবং কর্মী-সমর্থকদের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয়নি! শুধু এই দু কেন্দ্র নয়, পশ্চিম মেদিনীপুর জেলার আরও বেশ কয়েকটি আসনেই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বজনপোষন হয়েছে বলে আমাদের অভিযোগ। তবে, আমি এই বিষয়ে বিস্তারিত যা বলার আগামীকাল সাংবাদিক বৈঠক ডেকে যা বলার বলব।” এ নিয়ে বিজেপি জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে, “আমরা খোঁজ নিয়ে দেখছি। ক্ষোভ-অভিমান থাকতেই পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করাটাই আমাদের সকলের উদ্দেশ্য। আশাকরি, ওনারা বুঝবেন এবং আমরাও ওনাদের সাথে কথা বলব।”

[ আরও পড়ুন -   আবারও ইতিহাসে পবন জল্লাদ! স্বাধীন ভারতে প্রথমবার কোন মহিলা আসামীকে ফাঁসি দিতে চলছেন তিনি ]