দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নিউ দিল্লি ২৭ এপ্রিল: দেশে পরপর কয়েকদিন লাগামছাড়া সংক্রমণের পর কিছুটা কমল দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি কমেছে মৃত্যুর হারও। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। অর্থাৎ গত দিনের চেয়ে প্রায় ২০ হাজার কমেছে সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৭১ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ২৮১২। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা নিয়েছেন ১৪ কোটি ৫২ লক্ষ ৭১ হাজার ১৮৬ জন। একনাগাড়ে বেড়ে চলা সংক্রমণের গ্রাফ এবং মৃত্যুর হার কিছুটা নিম্নমুখী হওয়ায় স্বস্তি মিলেছে সবমহলেই।

Whatsapp Group এ
এদিকে, করোনার বিরুদ্ধে লড়াই করতে টিকাকরণের ওপর আরও জোর দেওয়া হয়েছে। যেকারণে এবার রাশিয়ায় তৈরি করোনা টিকা “স্পুটনিক ভি”র প্রথম ডোজ আসতে চলেছে ভারতে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ১ মে প্রথমবারের জন্য ভারতে আসছে রাশিয়ায় তৈরি করোনা টিকা “স্পুটনিক ভি”। পাশাপাশি, রাশিয়ার “Russian Direct Investment Fund”-এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান যে, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের পাশে আছি। আমরা আশা করছি রাশিয়ার জোগান দেওয়া সরঞ্জামে ভারত এই মহামারীর মোকাবিলায় আরও দ্রুত কাজ করতে পারবে।” প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বে করোনা টিকা হিসেবে প্রথম ছাড়পত্র পায় “স্পুটনিক ভি”।

