দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩০ এপ্রিল: রাজ্যে ভয়াবহ করোনা সংক্রমণের মুখে আংশিক লকডাউন ঘোষিত হয়েছে আগামীকাল থেকেই। জরুরি পরিষেবা ছাড়া একপ্রকার সবকিছুই বন্ধ হতে চলেছে। এখনই যে সংক্রমণ কমার ইঙ্গিত নেই তা একপ্রকার পরিষ্কার। শুক্রবার সন্ধ্যার করোনা বুলেটিনও সেই ইঙ্গিত দিচ্ছে। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন, ১৭ হাজার ৪৪১ জন। বুধবার (১৭,২০৭) এবং বৃহস্পতিবার (১৭,৪০৩) এর তুলনায় সংক্রমণ সামান্য বাড়লেও, মৃত্যু’র হারও ক্রমশ বাড়ছে! গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৬ জনের (বুধবার ও বৃহস্পতিবার ছিল যথাক্রমে ৭৭ ও ৮৯)। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ১৩,৩৯২ জন। সুস্থতার হার প্রায় ৮৫ শতাংশ! এদিকে, অবিভক্ত মেদিনীপুরে গত চব্বিশ ঘণ্টায় পুনরায় করোনা সংক্রমিত হয়েছেনপ্রায় ১ হাজার! সব রেকর্ড ভেঙে পূর্ব মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন, ৬১৪ জন এবং ঝাড়গ্রামে ৬৭ জন।


Whatsapp Group এ
অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী (রাজ্যের করোনা বুলেটিন নয়) গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৩৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের (শালবনীতে ২ এবং মেদিনীপুর মেডিক্যালে ১)! তবে, বুধবার এবং বৃহস্পতিবার জেলায় সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে- ৪৪৪ ও ৩৪৯। গত ৭ দিনে জেলায় মোট সংক্রমিত হলেন- ২৬৩৮ (৩৩১, ২৪৬, ৩২৪, ৫৭৮, ৪৪৪, ৩৪৯, ৩৬৬) জন। আর, শেষ তিনদিনে সংক্রমণ কমে দাঁড়াল ১১৫৯ (৪৪৪, ৩৪৯, ৩৬৬) জন। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় ফের সেঞ্চুরি হাঁকিয়ে খড়্গপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৪৩ জন। এর মধ্যে, রেল সূত্রেই ৮৬ জন। অপরদিকে, মেদিনীপুর সদর ব্লকের ৫ জন সহ মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন ৭১ জন। সদর ব্লকের গোপগড়ে একই পরিবারের ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, গোলাপীচক, গুড়গুড়িপালে ১ জন করে সংক্রমিত হয়েছেন। কোতোয়ালী থানার অধীনে আরও ৬৬ জন সংক্রমিত হয়েছেন। মেদিনীপুর শহরের হবিবপুর, অশোকনগর, আবাস, ধর্মায় একই পরিবার থেকে একাধিক জন সংক্রমিত হয়েছেন। অপরদিকে, স্কুলবাজার, ছোটবাজার, সুজাগঞ্জ, জগন্নাথ মন্দির, মাইকেল মধুসূদন নগর, পাটনা বাজার, মির্জাবাজার, রাঙামাটি, রবীন্দ্র নগর প্রভৃতি এলাকা থেকেও করোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে।


এদিকে, শালবনীতে ফের ৯ (বিআরবি-৩, শালবনী-৪, ছাতনি-১, পুঁইছড়া-১) জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গড়বেতার তিনটি ব্লকে মাত্র ১৪ (আমলাগুড়া ৪, বামনীশোল-ফতেসিংপুর ৪, গোয়ালতোড়-১, গড়বেতা-১, আঁধারনয়ন-১, ছাতনি-১, সাতখেজুরী-১, উমরাপাতা-১) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। দাঁতনে ১০ জন, বেলদায় ২ জন, কেশিয়াড়িতে ৫ জন এবং কেশপুরে ৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। সবংয়ে ৪ (বলরামপুর-১, শীতলদা-১, তিলন্তপাড়া-১, পানপাড়া-১) জন, পিংলায় ৮ (পূ্র্ণগ্রাম-১, গোবর্ধনপুর-২, খাবিচক-১, কান্তপুকুর-১, মালিগ্রাম-১, পদিমা-১, নুনগদার-১) জন এবং ডেবরায় ৪ (গোলগ্রাম, বগছড়া, সুন্দরপুর, রাধামোহনপুর) জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, ঘাটাল মহকুমায় ৫৫ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। সংক্রমিতে তুলনায় জেলায় সুস্থতার হার বেশ কম। এই মুহূর্তে জেলার চারটি করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ২০৮ জন এবং গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন। বাকিরা অবশ্য হোম আইশোলেশনে আছেন।









