দৈনিক সংক্রমণে ‘বিশ্বরেকর্ড’ ভারতের! সংক্রমিত ৪ লক্ষ, সুস্থ ৩ লক্ষ; গুজরাটের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে মৃত ১৮ জন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১ মে: আতঙ্কের “বিশ্বরেকর্ড”! মাত্র ৯ দিনের মাথায় দৈনিক সংক্রমণ ৩ লক্ষ থেকে পৌঁছে গেল ৪ লক্ষে। আর তার সাথে সাথেই বিশ্বের প্রথম দেশ হিসেবে দৈনিক সংক্রমণ ৪ (চার লক্ষ) লক্ষ অতিক্রম করল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। গত চারদিন ধরেই দেশে মৃত্যু হচ্ছে তিন হাজারের বেশি। এ ভাবে বাড়তে বাড়তে ২ লক্ষ পেরিয়েছে মোট মৃতের সংখ্যা। করোনার জেরে দেশে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জন। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন অর্থাৎ প্রায় ৩ লক্ষ। এখনও পর্যন্ত দেশের ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯ জন করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়ে নিয়েছেন।

thebengalpost.in
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কোভিড হাসপাতালে। শুক্রবার রাতে গুজরাটের ভাইরুচের একটি বেসরকারি কোভিড হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৮ জন রোগীর। পাশাপাশি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রসঙ্গে, ভাইরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিহ ছুদাসামা বলেন, “কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। সকালেই প্রকৃত সংখ্যাটা বলতে পারব।” পাশাপাশি আধিকারিকরা জানিয়েছেন, ওই কোভিড হাসপাতালে প্রায় ৫০ জন রোগীর চিকিৎসা চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ আইসিইউতে আগুন লাগে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

thebengalpost.in
গুজরাটের কোভিড হাসপাতালে আগুন :

আরও পড়ুন -   'হামলা' নয় 'দুর্ঘটনা'! নন্দীগ্রাম কান্ডে সরানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে, সাসপেন্ড রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা এবং জেলা পুলিশ সুপার, স্মিতা পান্ডে নতুন জেলাশাসক, ফেরানো হল সুনীল যাদবকে