দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৪ এপ্রিল: করোনা আক্রান্ত হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রিপোর্ট পজিটিভ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিংহ যাদবেরও। দু’জনই সেলফ আইসোলেশন বা হোম আইশোলেশনে রয়েছেন। প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায়, দু’জনই করোনা পরীক্ষা করিয়েছিলেন। উল্লেখ্য যে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে করোনা ভ্যাকসিনও নিয়েছিলেন বলে জানা গেছে। তবে, সম্প্রতি তাঁর দপ্তরের কিছু কর্মী করোনা আক্রান্ত হওয়ায়, যোগী আদিত্যনাথ নিজের করোনা পরীক্ষা করিয়েছিলেন। আজ তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।

Whatsapp Group এ
আদিত্যনাথ টুইট করে জানিয়েছেন, “প্রাথমিক কিছু উপসর্গ সহ আমি আমার কোভিড টেস্ট সেরে ফেলেছি এবং আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন বাড়িতে আইসোলেশনে রয়েছি এবং সম্পূর্ণভাবে আমার চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আমি আমার সব কাজ ভার্চুয়ালি করছি।” অপরদিকে, অখিলেশ সিংহ যাদবও টুইট করেছেন, “আমি সেলফ আইসোলেশনে রয়েছি। অন্যদের থেকে নিজেদের পৃথক করে নিয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছেন কোভিড টেস্ট করিয়ে নেবেন।” প্রসঙ্গত, মহারাষ্ট্র ছাড়া যেসব রাজ্যে করোনা মারাত্মক আকার ধারণ করেছে, এই মুহূর্তে উত্তর প্রদেশ তাদের মধ্যে প্রথম সারিতে। গতকাল প্রায় ১৯,০০০ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন এই রাজ্যে!

