নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর : “দিনগুলি মোর সোনার খাঁচায়…!” শৈশবের দিনগুলি ফিরে পেতে কে না চায়! সেই ছোটাছুটি’র দিনগুলি আজও হাতছানি দিয়ে ডাকে। চরম এই অস্থির ও ব্যস্ত সময়ে, পুরানো সেই দিনের কথাগুলো বড্ড বেশি করে মনে পড়ে! আর আমাদের সেই হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোর কথা মাথায় রেখে, মেদিনীপুরের শিল্পী অর্ণব সেন তাঁর বন্ধুদের নিয়ে তৈরী করে ফেলেছেন নতুন মিউজিক ভিডিও “ছুটতে ছুটতে থেমে গেছি”!
আজ, অর্থাৎ রবিবার (১৩ সেপ্টেম্বর), “সময় বাংলা” চ্যানেলে সন্ধ্যা ৬ টার সময় মুক্তি পাচ্ছে, তাঁদের এই মিউজিক ভিডিও। শিল্পী অর্ণব সেন জানিয়েছেন, এই মিউজিক ভিডিওতে সহযোগিতা করেছেন- বিকাশ তামাং, শুভেন্দু বর, শুভদীপ জানা, স্বস্তি চ্যাটার্জী সহ আরো অনেক শিল্পী। শিশুশিল্পীর ভূমিকায় রয়েছেন সিলভিয়া মাইতি ও স্বর্ণাভ গোস্বামী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অনির্বান মিশ্র।