“মধ্যদিনের রক্ত-নয়ন অন্ধ করিল কে”! অসহ্য গরম থেকে মুক্তি দিয়ে মেদিনীপুরে মেঘভাঙা বজ্র-বৃষ্টি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১১ মে: ভরদুপুরে আকাশ ভেঙে বজ্র-বৃষ্টি শুরু হল। তার আগে আকাশ ঘনিয়ে আসা কালো মেঘ মনে করাল, কবি মোহিতলাল মজুমদারের ‘কালবৈশাখী’ কবিতার কথা- “মধ্যদিনের রক্ত-নয়ন অন্ধ করিল কে/ধরনীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে!” দুপুর ১ টাতেই শুরু হওয়া এই মুষলধারে বৃষ্টি অসহ্য-ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি এনে দিল। তাপমাত্রাও কমল অনেকখানি! তবে, বজ্রপাতও হল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর আসেনি।

thebengalpost.in
মেদিনীপুর শহরে ভরদুপুরে আকাশ ভাঙা বৃষ্টি :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

এদিকে, হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে এই ঝড়-বৃষ্টি চলবে। শিলাবৃষ্টিও হতে পারে বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রাজ্যের হিমালয় সংলগ্ন এলাকার ওপর। এছাড়াও দক্ষিণ -পশ্চিম বাতাসের সঙ্গে পশ্চিমী বায়ুর সংঘর্ষের জেরে উত্তর পূর্ব ভারত ও বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। গত এক সপ্তাহ ধরেই জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়ে চলেছে। বোরো ধান তোলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাষিরা অসুবিধাতেও পড়েছেন এজন্য। তবে, আগামী ৩-৪ দিন এভাবেই বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

thebengalpost.in
আকাশ কালো মেঘে ভরা :

আরও পড়ুন -   গানে গানে জন্ম-নিয়ন্ত্রণের বার্তা, শোনানো হবে করোনা ও ডেঙ্গু সচেতনতার কথাও, উদ্যোগ জেলা স্বাস্থ্য ভবনের