ডেবরার যুদ্ধে দুই প্রাক্তন আইপিএস, পিংলায় দুই সভাপতি! শুভেন্দু’র দুই সেনাপতি রমা-অমূল্য টিকিট পেলেন, জেলার পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: ডেবরা বিধানসভার যুদ্ধে দুই প্রাক্তন আইপিএস! তৃণমূলের হুমায়ুন কবীর এবং বিজেপির ভারতী ঘোষ। অপরদিকে, পিংলার সম্মুখ সমরে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি এবং বিজেপি’র ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য। অন্যদিকে, সবংয়ে লড়াইয়ে দুই চিরশত্রু তৃণমূলের মানস রঞ্জন ভূঁইয়া এবং বিজেপি’তে সদ্য আগত শুভেন্দুর সেনাপতি অমূল্য মাইতি। অন্যদিকে, নারায়ণগড়ে তৃণমূলের সূর্য অট্টের প্রতিদ্বন্দ্বী শুভেন্দুর অপর সেনাপতি রমাপ্রসাদ গিরি।

thebengalpost.in
ভারতী ঘোষ :

[ আরও পড়ুন -   স্বামী ভিনরাজ্যে, 'পরকীয়া'য় মাতলেন পশ্চিম মেদিনীপুরের গৃহবধূ, 'গণপ্রহার' এর ঘটনায় উঠছে প্রশ্ন ]

দেখে নিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘোষিত ১৪ জন বিজেপি প্রার্থীর তালিকা। জেলার ১ টি আসন (খড়্গপুর সদর) ফাঁকা রাখা হয়েছে। ওই আসনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছে। দেখে নিন ১৪ জন প্রার্থী’র নাম :
219-Dantan – Shakti Pada Nayek (শক্তিপদ নায়েক)
223-Keshiary (st) – Sonali Murmu (সোনালী মুর্মু)
228-Kharagpur (gramin) – Tapan Bhunia (তপন ভূঁইয়া)
233- Garhbeta – Madan Ruidas (মদন রুইদাস)
234-Salboni – Rajib Kundu (রাজীব কুন্ডু)
236-Medinipur – Samit kumar Das (শমিত কুমার দাস)
225- Narayangarh – Rama prasad giri (রমা প্রসাদ গিরি)
226-Sabang -Amulya Maity
227-Pingla – Antara Bhattacharya (অন্তরা ভট্টাচার্য)
229-Debra – Bharati Ghosh (ভারতী ঘোষ)
230-Daspur – Prasanta Bera (প্রশান্ত বেরা)
231-Ghatal (sc) – Sital Kapat (শীতল কাপাট)
232-Chandrakona(sc) -Shibram Das (শিবরাম দাস)
235-Keshpur (sc) – Prithyish Ranjan Kour (পৃথ্বিশ রঞ্জন কৌর)

[ আরও পড়ুন -   'ধরতী আবা' বীরসা মুন্ডাকে প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শালবনী ব্লকের কুতুরিয়া জুনিয়র হাইস্কুলে ]