দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ২৭ এপ্রিল: আগামী ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের শেষ দফায় বীরভূমের ১১ টি আসনে ভোট রয়েছে। ঠিক তার আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের নজরবন্দি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত কমিশনের নজরবন্দি থাকবেন তিনি। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট ঘোষণার পর থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। অনুব্রত মণ্ডলের রেকর্ড খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Whatsapp Group এ
এদিকে, শনিবারই বোলপুরে সাংবাদিক বৈঠকে অনুব্রতকে কমিশনের নজরবন্দি করার আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কেষ্টর উপর ওদের অনেক রাগ। প্রতি বার নির্বাচনের আগে কেষ্টকে নজরবন্দি করে রেখে দিচ্ছে। আমি বলছি, কেষ্ট, এ বার যদি এরকম কিছু করে তো তুমি কোর্টে যাবে, প্রোটেকশন নেবে। এ ভাবে নজরবন্দি করে রাখা যায় না।” যদিও, এই প্রসঙ্গে অনুব্রত জানিয়েছেন যে, “এটা তো কমিশনের রুটিন কাজ। প্রতিবারই করে। তবু খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। প্রয়োজনে সিআরপিএফের পায়ে বল দিয়ে দেব, ওরা খেলবে।” প্রসঙ্গত উল্লেখ্য,
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের জেরে অনুব্রতকে নজরবন্দি করেছিল কমিশন। এবারের বিধানসভা ভোটেও ফের একবার কমিশনের তরফে নজরবন্দি করা হল তাঁকে।










