বিনা মেঘে বজ্রপাত! গরুর দড়ি ভেবে ছেঁড়া ইলেকট্রিক তারে হাত দিয়ে মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল: একেই বলে বিনা মেঘে বজ্রপাত! সুস্থ-সবল মানুষের মৃত্যু হল নিজেরই সামান্য ভুলে। রবিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার, সবং থানার তিলন্তপাড়া গ্রামের সুমন প্রামাণিক (৪৮) মৃত্যু’র কোলে ঢলে পড়লেন আকস্মিক দুর্ঘটনায়! স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে তাঁর বাড়িতে ধান ঝাড়াইয়ের কাজ চলছিল ইলেকট্রিক মেশিনে। সেইসময় হঠাৎ পাশের গোয়ালঘর থেকে গরু বেরিয়ে পড়ে। গরুর পায়ে লেগেই ইলকেট্রিক তার ছিঁড়ে যায়। সুমন বাবু বোধহয় তা টের পাননি। তিনি দ্রুততার সঙ্গে গরুর দড়ি ধরতে গিয়ে, ওই ছেঁড়া ইলেকট্রিক তার ধরে বসেন! সঙ্গে সঙ্গেই তিনি অচৈতন্য হয়ে পড়ে যান।

thebengalpost.in
thebengalpost.in

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে, পাড়া-প্রতিবেশী সকলে। স্ত্রী ছাড়াও, তাঁর ১৬ বছরের এক ছেলে এবং বিবাহিত মেয়ে আছে। সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে!

আরও পড়ুন -   পা ভেঙেছিল নন্দীগ্রামে, সুস্থ হলেন সেই নন্দীগ্রামেই! 'ভাইরাল ভিডিও' থেকে মুখ্যমন্ত্রীর সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত