দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: সবংয়ের পর এবার ডেবরা! মাত্র এক দিনের ব্যবধানে ফের মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। গত রবিবার (২৫ এপ্রিল) সবংয়ের তিলন্তপাড়ায় ধান ঝাড়াই করার
সময় নিজের সামন্য ভুলে, ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয় এক ব্যক্তির। আর আজ মঙ্গলবার, ধান কাটা মেসিনের ধাক্কায় ডেবরাতে মৃত্যু হল এক নিরীহ পথচারীর! মৃতের নাম অনন্ত মালিক।

Whatsapp Group এ
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মাড়তলা বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে! সূত্রের খবর অনুযায়ী, পঞ্চাশোর্ধ স্থানীয় বাসিন্দা অনন্ত মালিক বাজার করতে বেরিয়েছিলেন। সেই সময় একটি ধান কাটা মেশিন
বা হার্ভেস্টার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয়রা ওই হার্ভেস্টারটিকে বেশ কিছুক্ষণ আটক করে রাখে। ডেবরা-ট্যাবাগড়া রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ
হয়ে যায়। ডেবরা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

